বুধবার ২ এপ্রিল ২০২৫ - ১৭:৪২
ইসরায়েলি সন্ত্রাসী মন্ত্রীর মসজিদুল আকসায় হামলা, মুসলমানদের প্রথম কিবলার অসম্মান 

দখলদার সায়োনবাদী সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক চরমপন্থী মন্ত্রী আবারও মসজিদুল আকসায় হামলা চালিয়েছেন।  

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনি সংবাদ সংস্থা শাহাব বুধবার প্রতিবেদন দিয়েছে যে দখলদার সায়োনবাদী মন্ত্রিসভার অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক চরমপন্থী মন্ত্রী ইতামার বেন গভির তার কিছু সহযোগী ও সৈন্যদের সাথে মসজিদুল আকসায় প্রবেশ করে মুসলমানদের প্রথম কিবলার অসম্মান করেছেন।  

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রথম কিবলা মসজিদুল আকসায় দখলদার সায়োনবাদী সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী বেন গভিরের এই অনুপ্রবেশের সময় পবিত্র এই স্থানে নামাজিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। উল্লেখ্য, ইতামার বেন গভির এর আগেও একাধিকবার প্রথম কিবলা মসজিদুল আকসার অসম্মান করেছেন। বেন গভির ঘোষণা দিয়েছিলেন যে তিনি মসজিদুল আকসার ভেতরে ইহুদিদের প্রার্থনাকক্ষ (সিনাগগ) নির্মাণ করতে চান।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha