হাওজা নিউজ এজেন্সি: বুধবার দুপুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়েতের আমিরের সাথে টেলিফোনে আলোচনায় মিলিত হন। এ সময় তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং রমজান ও ঈদ ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পেজেশকিয়ান বলেন, “কুরআনের নির্দেশনা অনুযায়ী আমরা সব মুসলিম জাতিকে ভাই হিসেবে বিবেচনা করি। ইসলামী শিক্ষা ও রেওয়াজের আলোকে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলাকে অগ্রাধিকার দেই।”
তিনি কুয়েতসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে ইরানের পূর্ণ প্রস্তুতির কথা জানান, “অসন্তোষ প্রশমনে ইসলামিক প্রজাতন্ত্র ইরান ন্যায় ও সমতার ভিত্তিতেই কাজ করবে। আমরা কখনো ন্যায়ের সীমা অতিক্রম করব না, আনাড়িভাবে সমতার চেয়ে বেশি কিছু চাইব না।”
কুয়েতের আমির নাওয়াফ আল-সাবাহ ঈদের শুভেচ্ছা জানিয়ে দুই দেশের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন, “কুয়েত ইরানের সাথে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী। প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সৌহার্দ্য বাড়াতে আপনার গঠনমূলক পদক্ষেপকে স্বাগত জানাই।”
তিনি ইরানের সাথে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর ক্রমবর্ধমান সম্পর্ককে সম্মান ও পারস্পরিক স্বার্থভিত্তিক বলে অভিহিত করেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ সমাধানে কুয়েতের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “কুয়েতের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে: আমাদের ভূখণ্ড কখনোই অন্য রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণের প্ল্যাটফর্ম হবে না। এই নীতি কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না।”
আপনার কমেন্ট