শুক্রবার ৪ এপ্রিল ২০২৫ - ১৯:০৭
লেবাননে ইসরায়েলি হামলায় সন্তানসহ হামাসের শীর্ষ কমান্ডার নিহত

হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেড শুক্রবার নিশ্চিত করেছে যে লেবাননের সিডন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় তাদের জ্যেষ্ঠ কমান্ডার হাসান আহমেদ ফারহাত ও তার সন্তানরা নিহত হয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: বিবৃতি অনুযায়ী, দক্ষিণ লেবাননের সিডনের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলের এই হামলা চালানো হয়, যেখানে ফারহাত পরিবার বাস করতেন। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, “দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হোক বা বিদেশে, ইসরায়েলি দখলদার সরকারের আমাদের মুজাহিদদের হত্যার কাপুরুষোচিত নীতি আমাদের সংগ্রামকে থামাতে পারবে না।”

বিবৃতিতে হামাসের সামরিক শাখা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জিহাদ ও ত্যাগের পথ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সিডন শহরের একটি অ্যাপার্টমেন্টে লক্ষ্যবস্তু করে ইসরায়েলি ড্রোনটি হামলা চালায়। ফারহাতের সাথে তার ছেলে ও মেয়েও এই হামলায় প্রাণ হারান। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো ঘটনাটি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha