মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫ - ০৬:২০
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যার জন্য ট্রাম্প প্রশাসন সরাসরি দায়ী: হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী দখলদার ইসরাইলের গণহত্যার জন্য সরাসরি ট্রাম্প প্রশাসনকে দায়ী করেছে হামাস।

হাওজা নিউজ এজেন্সি: ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) রোববার এক বিবৃতিতে গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক অভিযানে ফিলিস্তিনি নাগরিকদের ওপর চলমান সহিংসতাকে ”গণহত্যা” আখ্যা দিয়ে এটির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সরাসরি দায়ী করেছে। সংগঠনটির দাবি, ট্রাম্পের নীতিমালা ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সরকারকে যুক্তরাষ্ট্রের অব্যাহত রাজনৈতিক-সামরিক সমর্থনই এই “অপরাধ” ত্বরান্বিত করছে। 
 
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, “ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া, ফিলিস্তিনি সাহায্য কমানো এবং নির্বিচার ইসরাইলি দমননীতিকে বৈধতা দেওয়ার মাধ্যমে গণহত্যার পথ প্রশস্ত করেছে। নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভার প্রতি ওয়াশিংটনের সমর্থন এই সহিংসতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha