বুধবার ৯ এপ্রিল ২০২৫ - ১৬:১৫
ইরানের পারমাণবিক প্রযুক্তি অর্জনে কোনো আপস নয়: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির পারমাণবিক প্রযুক্তি অর্জন নিয়ে কোনো ধরনের আপস বা চুক্তি করা হবে না। বুধবার জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসে নতুন কিছু পারমাণবিক উদ্ভাবন উন্মোচনের সময় তিনি এ কথা জানান।

হাওজা নিউজ এজেন্সি: প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক সংলাপে তারা প্রস্তুত থাকলেও সেটা হতে হবে মর্যাদার সঙ্গে। 

প্রেসিডেন্ট ইরানের ২৩ হাজারেরও বেশি বিজ্ঞানী ও মেধাবী নিহত হওয়ার কথা স্মরণ করে বলেন, “শত্রুরা চেয়েছিল ইরানের উন্নয়নের পথ রুদ্ধ করতে। কিন্তু তারা জানে না, এই দেশের মেধাবী ও সক্ষম মানুষদের দমিয়ে রাখা যাবে না।”

তিনি পরিষ্কার জানিয়ে দেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। এ বিষয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর ঘোষণার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “হাজার বার যাচাই করা যায়, আমাদের পরমাণু বোমা নেই। তবে পারমাণবিক জ্ঞান ও শক্তির প্রয়োজন আমরা রাখি।”

পেজেশকিয়ান আঞ্চলিক শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা যুদ্ধ চাই না, কিন্তু যে কোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত। শত্রুরা আমাদের সাময়িক ক্ষতি করলেও তা আমাদের শক্তিশালী করবে।” তিনি প্রতিবেশী মুসলিম দেশগুলোর সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক কামনা করেন এবং ইরানকে অস্থিতিশীলতার উৎস বলে অভিহিত করার অভিযোগ প্রত্যাখ্যান করেন। 

শেষে তিনি স্পষ্ট করেন, “বিদেশি শক্তির লোভ কখনোই ইরানের স্বাধীনতাকে গ্রাস করতে পারবে না। এই জাতি কখনোই আগ্রাসন মেনে নেবে না।” ইরান কখনো বিদেশিদের উপনিবেশ হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে তিনি জোরালো ভাষায় ঘোষণা দেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha