শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ - ১৯:২৭
বাংলাদশে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ: ইসরায়েলি পণ্য বর্জন ও আন্তর্জাতিক ভূমিকার দাবি

গাজায় ইসরায়েলের সামরিক হামলা ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী সংগঠনগুলোর ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: জুমার নামাজের পর ইসলামী যুব আন্দোলন, বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশসহ কয়েকটি সংগঠন আলাদা মিছিল ও সমাবেশের মাধ্যমে ইসরায়েলের নিন্দা ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানায়। 

ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান: বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের জোরালো ডাক দেন। ইসলামী যুব আন্দোলনের নেতৃত্বে সমাবেশে বলা হয়, “ইসরায়েলি পণ্য বিক্রেতাদের অবিলম্বে এই ব্যবসা বন্ধ করতে হবে। মুসলিম উম্মাহর দায়িত্ব ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।” এছাড়া বাংলাদেশি ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য আমদানি বন্ধের অনুরোধ জানানো হয়। 

আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা: বক্তারা জাতিসংঘ ও ওআইসির মতো সংস্থাগুলোর ভূমিকাকে “একপেশে” ও “অকার্যকর” আখ্যা দিয়ে বলেন, “৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হলেও আন্তর্জাতিক সংস্থাগুলো যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ।” তারা ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে বৈশ্বিক সমর্থন জোরদারের দাবি তোলেন। 

ধর্মীয় বক্তব্য ও প্রতীকী বার্তা: জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সমাবেশে ইসরায়েলের হামলাকে “দাজ্জালের আবির্ভাব” হিসাবে উল্লেখ করে বলা হয়, “মহানবী (সা.)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই এখন মুসলমানদের জন্য ফরজ।” এসময় ইসরায়েলবিরোধী ইসলামী দলগুলোর প্রতি সংহতি প্রকাশ করা হয়। 

অন্যান্য সংগঠনের অংশগ্রহণ: বাংলাদেশ তিসরি ইনসাফ দল গাজায় শিশু হত্যার প্রতিবাদে আলাদা মিছিল বের করে। প্রেসক্লাবের দিকে অগ্রসর হওয়া এই মিছিলে ইসরায়েলের “নৃশংসতা” বন্ধে জরুরি হস্তক্ষেপের দাবি জানানো হয়। সকল বিক্ষোভে ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা ও ইসরায়েলের কঠোর নিন্দা প্রতিফলিত হয়। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha