রবিবার ২০ এপ্রিল ২০২৫ - ১০:৩১
আহলে বাইতের (আ.) প্রকৃত শিয়া!

ইমাম হুসাইন (আ.)-এর এই হাদীস শিয়া মুসলিমদের প্রকৃত পরিচয় ও চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে। এখানে তিনি শিয়া শব্দের প্রকৃত অর্থ উল্লেখ করে বলেছেন, প্রকৃত শিয়া বা অনুসারী হল তারা- যাদের হৃদয় পরিশুদ্ধ এবং যারা সকল প্রকার গৃঢ় বিদ্বেষ (غِلّ), বিশ্বাসঘাতকতা (غِشّ) ও প্রতারণা (دَغَل) থেকে মুক্ত।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম হুসাইন (আ.) বলেছেন,
إنَّ شيعَتَنا مَن سَلِمَت قُلوبُهُم مِن كُلِّ غِشٍّ وَغِلٍّ و َدَغَلٍ.

নিশ্চয়ই আমাদের শিয়া (অনুসারী) হল তারা, যারা নিজেদের হৃদয়কে সকল প্রকার বিশ্বাসঘাতকতা, বিদ্বেষ এবং প্রতারণামূলক কাজ থেকে মুক্ত রাখে।

[বিহারুল আনওয়ার, খণ্ড- ৬৫, পৃষ্ঠা- ১৫৬]

সংক্ষিপ্ত ব্যাখ্যা:-

গৃঢ় বিদ্বেষ (غِلّ): মনে লুকিয়ে থাকা হিংসা-বিদ্বেষ, যা সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করে। 

- বিশ্বাসঘাতকতা (غِشّ): ধোঁকাবাজি, অসততা বা আমানতের খিয়ানত করা। 

- প্রতারণা (دَغَل): কূটকৌশল বা ধূর্ততার মাধ্যমে অন্যকে ক্ষতিগ্রস্ত করা। 

ইমাম হুসাইন (আ.) এখানে শুধু আনুগত্যের দাবিকেই যথেষ্ট মনে করেননি, বরং আন্তরিক পবিত্রতা ও নৈতিক সততাকে প্রকৃত শিয়া হওয়ার শর্ত হিসেবে নির্ধারণ করেছেন। এটি আমাদেরকে শিক্ষা দেয় যে, কেবল ধর্মীয় পরিচয় বা আনুগত্যের দাবীর চেয়ে চরিত্র ও আত্মার পরিশুদ্ধিই অধিক গুরুত্বপূর্ণ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha