রবিবার ২০ এপ্রিল ২০২৫ - ১৮:৪৬
কলম্বিয়ার প্রেসিডেন্টের ফিলিস্তিনিদের সাথে হযরত ঈসা (আ.)-এর তুলনা

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শুক্রবার এক ভাষণে ফিলিস্তিনিদের বেদনাদায়ক পরিস্থিতির সাথে হযরত ঈসা মসিহ (আ.)-এর জীবনের তুলনা করেন।  

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, কলম্বিয়ার প্রেসিডেন্ট গাজায় ইসরাইলি অপারেশনের নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের দুর্দশাকে হযরত ঈসা (আ.)-এর কষ্টের সাথে সাদৃশ্য তুলেছেন।  

পেত্রো বিশিষ্ট ফিলিস্তিনি চিকিৎসক হুসাম আবু সাফিয়ার (যাকে ইসরাইলি কর্তৃপক্ষ আটক রেখেছে) বিষয়ে একটি বার্তার জবাবে বলেন, "আসুন আমরা গাজায় ইসরাইলি রক্তপিপাসু ও নৃশংস গণহত্যা এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের দুর্দশায় হযরত ঈসা (আ.)-এর দুঃখ-কষ্টের প্রতিচ্ছবি খুঁজে দেখি ও তা নিয়ে চিন্তা করি।"  

ড. আবু সাফিয়া উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ছিলেন, যাকে চলতি বছরের শুরুতে ইসরাইলি সেনাবাহিনী গ্রেফতার করে। মানবাধিকার সংগঠন ও স্থানীয় মিডিয়া গত কয়েক সপ্তাহে তার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে বারবার সতর্ক করলেও, তিনি এখনও নির্যাতন ও সহিংসতার শিকার।  

প্রেসিডেন্ট পেত্রো খ্রিস্টানদের পবিত্র সপ্তাহ (হোলি উইক)-এর প্রাক্কালে এই ভাষণ দেন এবং এর পবিত্রতার ওপর জোর দেন। গাজায় ইসরাইলি বর্বরতার নিন্দা জানানো বিশ্বের অগ্রণী সরকার প্রধানগণের মধ্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট অন্যতম।  

উল্লেখ্য, এই বক্তব্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষে দেওয়া হয়েছে, যেখানে খ্রিস্টীয় ঐতিহ্যের আলোকে ফিলিস্তিনিদের চলমান দুর্দশাকে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha