সোমবার ২১ এপ্রিল ২০২৫ - ১৬:৩০
আধ্যাত্মিক বন্দেগির সর্বোত্তম রূপ: আল্লাহর দরবারে সত্যিকার গরিবি

একজন আধ্যাত্মিক পথিকের উচিত সর্বদা নিজেকে আল্লাহর দরবারে গরিব ও মুখাপেক্ষী হিসেবে জানা। তাকে সর্বাবস্থায় (সুখে-দুঃখে, সমৃদ্ধি-অভাবে) নিজের অক্ষমতা উপলব্ধি করে প্রভুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

হাওজা নিউজ এজেন্সি: আপনি কি জানেন একজন সত্যিকার আত্মিক সন্ধানী কেমন হওয়া উচিত? তার হৃদয় ও আত্মায় কী অবস্থা থাকলে সে পূর্ণতার পথে এগোতে পারে? আয়াতুল্লাহ মোহাম্মদ সাদেক তেহরানির এই সংক্ষিপ্ত বাণী আমাদের জন্য খোদাপ্রেমিকের নম্রতা ও আল্লাহর প্রতি চিরন্তন নির্ভরতার দরজা খুলে দেয়। 

একজন সত্যিকার সন্ধানীকে সর্বদা ভিক্ষার ঝুলি হাতে বলতে হবে: “হে প্রভু! আমরা গরিব! আমরা সম্পূর্ণ অসহায়!”—এবং মহান আল্লাহর সম্মুখে নিজেকে নিছক শূন্য হিসেবে জানতে হবে... 

ধন্য সেই ব্যক্তি যে সর্বদা নিজেকে অক্ষম দেখে—কষ্টে হোক বা স্বাচ্ছন্দ্যে, সুখে হোক বা দুঃখে—সর্বদা আল্লাহর দিকে সাহায্যের হাত বাড়ায় এবং স্পষ্টভাবে নিজের দুর্বলতা উপলব্ধি করে। 

সূত্র: গুলশানে আহবাব, খণ্ড- ২, পৃষ্ঠা- ১০৬

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha