বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ - ২০:২৭
ইমাম জাফর সাদিক (আ.)’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরানে বাংলাদেশি ছাত্রদের শোক মজলিস

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব সুমন হোসাইন বলেন, আজ আমরা ইমাম জাফর সাদিক (আ.)-এর মহিমান্বিত শাহাদাত বার্ষিকী উপলক্ষে একত্রিত হয়েছি। তিনি ছিলেন এমন একজন ইমাম যিনি শুধু জ্ঞানই দান করেননি, বরং জীবনের প্রতিটি সংকটের মুখে কীভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়— তাও শিখিয়ে গেছেন।

হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব সুমন হোসাইন তার বক্তব্যে ইমাম জাফর সাদিক (আ.)-এর মহিমান্বিত জীবন তুলেন ধরেন।

ইমামের উপাধি “সাদিক” কেন?

হুজ্জাতুল ইসলাম সুমন হোসাইন ইমাম জাফর (আ.)-কে কেন ‘সাদিক’ বলা হতো- তা বর্ণনা করতে গিয়ে রাসুলুল্লাহ (সা.) কর্তৃক ইমামের (আ.) নাম ‘সাদিক’ রাখার ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেন।

ইমাম জাফর সাদিক (আ.) জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও ন্যায়ের কথা বলেছেন, এমনকি জীবনের বিনিময়েও। তিনি মুনাফিক ও রাজনীতির কপট জালে কখনো জড়াননি। তাঁর জবান ছিল সরল, ন্যায়ভিত্তিক ও নির্ভীক।

ইমাম (আ.)-এর শেখানো চারটি সোনালি জিকির ও চ্যালেঞ্জ মোকাবিলা

হুজ্জাতুল ইসলাম সুমন হোসাইন বলেন, ইমাম জাফর সাদিক (আ.) আমাদের চারটি জিকির শিখিয়েছেন, যা জীবনের চারটি সংকটময় মুহূর্তে আমাদের আত্মিক শক্তি ও সান্ত্বনা প্রদান করে:

১. ভয়, উদ্বেগ ও চাপের সময় জিকির:

حَسْبِيَ اللهُ وَ نِعْمَ الْوَكِيلُ
উচ্চারণ: হাসবিয়াল্লাহু ওয়া নিইমাল ওয়াকীল
অর্থ: “আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কার্যনির্বাহক।”

২. মর্মযাতনা ও বিষণ্ণতার সময় জিকির:

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমীন
অর্থ: “তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, আমি তো ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত।”

৩. প্রতারণা বা ধোঁকার শঙ্কায় জিকির:


أُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ
উচ্চারণ: উফাওয়িযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ
অর্থ: “আমি আমার সব কাজ আল্লাহর উপর অর্পণ করছি, নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের দেখেন।”

৪. হালাল রুজি ও জীবনের সংগ্রামে জিকির:


مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
উচ্চারণ: মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ
অর্থ: “আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই।”

ইমাম সাদিক (আ.) বলেছেন,

“আমি আশ্চর্য হই সেই লোকদের দেখে যারা এই জিকিরগুলো না পড়ে কঠিন সময় অতিক্রম করতে চায়।”

ইমাম (আ.)-এর শাহাদাত:

হুজ্জাতুল ইসলাম সুমন হোসাইন বলেন, ইমাম জাফর সাদিক (আ.)-এর জীবন ছিল এক নিরব কিন্তু দৃঢ় সংগ্রাম। তিনি আব্বাসীয় শাসকের চোখে ছিলেন প্রতিবাদী ইমাম। আব্বাসী জালিম শাসক মনসুর কর্তৃক তাঁকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়। তাঁর এই শাহাদাত ছিল আল্লাহর পথে সত্যের সাক্ষ্য বহনকারী একটি চরম আত্মত্যাগ।

হুজ্জাতুল ইসলাম সুমন হোসাইন আহলে বাইতের (আ.) আদর্শে উজ্জীবীত হওয়ার উপর জোর দিয়ে বলেন, এই চতুষ্পার্শ্বিক জিকির ও ইমাম (আ.)-এর জীবনের আলোক বর্তিকা আমাদের শেখায়— কিভাবে জীবনের কঠিনতম মুহূর্তেও ভরসা রাখতে হয় কেবলমাত্র আল্লাহর উপর। এই শিক্ষাই হোক আমাদের পথচলার পাথেয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha