রবিবার ২৭ এপ্রিল ২০২৫ - ১২:৩৬
মাজলুমের সাহায্যের আহবান শুনেও যে চুপ থাকে, সে মুসলমান নয়!

মাজলুম ফিলিস্তিনি মুসলমানদের ডাক শুনেও যারা নিশ্চুপ ও নির্বিকার রয়েছে- তারা কী আদৌও মুসলমান?

হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
مَنْ سَمِعَ رَجُلاً ینادی یا لَلْمُسْلِمینْ فَلَمْ یجِبْهُ فَلَیسَ بِمُسْلِم
যে ব্যক্তি কোনো মাজলুমের “হে মুসলমানগণ, (সাহায্য কর)” বলে ডাকতে শুনলো অথচ তাকে সাহায্য করলো না, সে প্রকৃত মুসলমান নয়।

সূত্র: আল-কাফি, ২য় খণ্ড, পৃষ্ঠা- ১৬৪ 

বিশেষ তাৎপর্য:

- ইসলাম পারস্পরিক সহযোগিতা ও সমাজিক দায়িত্ববোধের শিক্ষা দেয় 

- কোনো মুসলমানের সাহায্যার্থে ডাক শুনলে সাড়া দেওয়া ঈমানের অঙ্গ 

- ন্যায়ের পক্ষে ও মজলুমের পাশে দাঁড়ানো ফরজ দায়িত্ব 

চিন্তার খোরাক:
সত্যিকার মুসলমান সে-ই, যে অন্যের ব্যথায় ব্যথিত হয় এবং সাহায্যের প্রয়োজনে এগিয়ে আসে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha