শুক্রবার ৪ জুলাই ২০২৫ - ১০:৩৫
ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারতের নজিরবিহীন ফজিলত

ইবাদতের মধ্যে এমন কিছু আমল রয়েছে, যেগুলোর ফজিলত আল্লাহর দরবারে অত্যন্ত মহৎ ও মর্যাদাসম্পন্ন। তন্মধ্যে ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র কবরের জিয়ারত এমন এক বিশেষ ইবাদত, যার ফজিলত সম্পর্কে ইমাম সাদিক (আ.) বলেছেন— এটি মহানবী (সা.)-এর সঙ্গে আদায় করা শত কবুল হজের সওয়াবের সমতূল্য!

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেন,
إِنَّ زِیارَةَ قَبرِ الحُسَینِ (علیه‌السلام) تَعدِلُ مِائةَ حَجَّةٍ مَقبولَةٍ مَعَ رَسولِ اللّٰهِ (صلّی‌اللّٰه‌علیهِ‌وآلِهِ)
নিশ্চয়ই হুসাইন (আ.)-এর কবরের জিয়ারত, মহানবী (সা.)-এর সঙ্গে আদায় করা শত কবুল হজের সমতূল্য।

[সাওয়াবুল আ’মাল, পৃষ্ঠা ৫২]

এই মহান হাদীস শুধু ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারতের সওয়াবের বিশালতা বোঝায় না, বরং তাঁর শাহাদাতের দর্শন, আল্লাহর পথে আত্মোৎসর্গ, ইসলাম ও মানবতার জন্য তাঁর যে অনন্য ভূমিকা, তা উপলব্ধিরও আহ্বান জানায়।

ইমাম জাফর সাদিক (আ.)-এর এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়
“যে ব্যক্তি হুসাইন (আ.)-এর জিয়ারত করে, সে যেন নবী করিম (সা.)-এর সঙ্গে শতবার হজ আদায় করল।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha