মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ - ২৩:৩৪
হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)’র মাকাম বর্ণনাতীত

আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী হোসাইনী ওয়াহিদ খোরাসানী (রহ.) এর মতে, “হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর মর্যাদা বাক্যের সীমা অতিক্রম করে গেছে। তাঁর পবিত্র মাজার জিয়ারত জান্নাত লাভের নিশ্চয়তা দান করে। এমন মহিমান্বিত ব্যক্তিত্বের মর্যাদা বর্ণনার ঊর্ধ্বে।”

হাওজা নিউজ এজেন্সি: হযরত মাসুমা (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানী (রহ.) অভিমত প্রকাশ করেছিলেন:

“ইমাম জাফর সাদিক (আ.)-এর সহীহ হাদিস মতে, 'যে ব্যক্তি হযরত মাসুমা (সা.আ.)’র মাজার জিয়ারত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।' এই হাদিসের আলোকে তাঁর মর্যাদার ব্যাপকতা উপলব্ধি করা যায়।

মানবীয় বুদ্ধি এই মর্যাদা উপলব্ধিতে অক্ষম। কোমে অবস্থিত তাঁর পবিত্র রওজা শরীফ জিয়ারতকারীর জন্য জান্নাত লাভের গ্যারান্টি বহন করে। এমন মহান ব্যক্তিত্বের মর্যাদা শব্দের সীমা অতিক্রম করে গেছে।”

আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানী (রহ.)
২৪ আবান ১৪০০ (ফার্সী বর্ষ)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha