হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজকের দরসে খারেজে আয়াতুল্লাহ দোরি নাজাফাবাদি পবিত্র রজব মাসের আগমন ও ইমাম বাকির (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এ সময়কে “আল্লাহর রহমতের সোপান” বলে উল্লেখ করেন এবং নিয়ামতের স্থায়িত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সাম্প্রতিক বৃষ্টিপাতের কথা উল্লেখ করে তিনি শোকরানা নামাজ আদায়ের আহ্বান জানান এবং জ্বালানি ব্যবহারে অপচয় পরিহারের ওপর জোর দেন।
তিনি আরও বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনা ও বাঁধসমূহ রক্ষণাবেক্ষণে দায়িত্বশীলদের পাশাপাশি জনগণকেও সচেষ্ট হতে হবে।
তিনি আরও বলেন, রজব মাসকে রোজা পালন, লাইলাতুল রাগায়েব উদযাপন ও তাওয়াসসুলের এক বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করেন এবং প্রদেশের মসজিদগুলোর প্রতি যুবক ও শিক্ষার্থীদের ইতিকাফের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি ইমাম বাকির (আ.), ইমাম সাদিক (আ.) ও আমিরুল মুমিনিন (আ.)-এর বর্ণিত হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন ফরজ এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করা দ্বীনের পরিপূর্ণতার একটি অংশ।
অনুষ্ঠানের শেষাংশে আয়াতুল্লাহ দোরি নাজাফাবাদি ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন ও ইরাকের নির্যাতিত জনগণের জন্য দোয়া করেন এবং সমাজের জ্ঞানগত চাহিদার জবাব দেওয়ার ক্ষেত্রে আলেমদের দায়িত্ব আগের চেয়ে আরও ভারী বলে উল্লেখ করেন।
আপনার কমেন্ট