বুধবার ৭ মে ২০২৫ - ১৫:৫৪
কোম হাওযা ইলমিয়ার পুনঃপ্রতিষ্ঠার শতবর্ষ পূর্তির উপলক্ষে আয়োজিত সম্মেলন শুরু হয়েছে

কোম হাওযা ইলমিয়ার পুনঃপ্রতিষ্ঠার একশো বছর পূর্তির সম্মেলন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বার্তা এবং বরেণ্য আলেম ও হাওযার বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে ইমাম কাযিম (আ.) হাওযা ইলমিয়া, কোম-এ শুরু হয়েছে।

হাওযা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সম্মেলনের উদ্বোধনী ভাষণে সম্মেলনের সেক্রেটারি জেনারেল হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোগিমি বলেন: কোম হাওযা ইলমিয়া বারো শতাব্দীর পুরোনো ইতিহাস বহন করছে, এবং এক শতাব্দী আগে এটি আয়াতুল্লাহ উজমা শেইখ আবদুল করিম হায়েরী ইয়াযদির মাধ্যমে পুনর্জীবিত হয়ে উন্নতির পথে যাত্রা শুরু করে।

তিনি আরও বলেন: এই পুনর্জাগরণের ফলে মহান উস্তাদ, তলাবা ও আলেমদের গড়ে তোলা হয়েছে, যারা আহলে বাইতের (আ.) শিক্ষা ও তত্ত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ভিত্তি স্থাপন করেছেন।

তিনি বিভিন্ন হাওযাভিত্তিক প্রতিষ্ঠান, আলেমগণ ও বিদ্বানদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: এই উপলক্ষে ২০ খণ্ডে রচিত পাণ্ডুলিপি ও দরসের টীকাভাষ্যের একটি সংকলন প্রস্তুত করা হয়েছে, যা নিরবিচারে শ্রম, গবেষণা ও সংশোধনের মাধ্যমে সংরক্ষিত হয়েছে এবং এই সম্মেলনে তার উন্মোচন করা হবে।

উল্লেখ্য, কোম হাওযার পরিচালক আয়াতুল্লাহ আলী রেজা ইআরাফি সম্মেলনে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর বার্তা পাঠ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha