মঙ্গলবার ১৩ মে ২০২৫ - ১০:৫২
কোম হাওযা ইলমিয়ার প্রভাব বিশ্বের ১০০টিরও বেশি দেশে

দেশের হাওযা ইলমিয়াসমূহের পরিচালক বলেন: বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে আল্লাহর জ্ঞান ও শিক্ষায় আগ্রহী যুবকরা অগ্রণী ভূমিকা পালন করছে এবং ক্বোম হাওযা ইলমিয়া থেকে অর্জিত শিক্ষার মাধ্যমে বিভিন্ন দেশে ইসলামী ও মানবিক বিজ্ঞানের কেন্দ্রসমূহ প্রতিষ্ঠা করেছে।

হাওযা নিউজ এজেন্সির প্রতিবেদক জানায়, আয়াতুল্লাহ আলীরেজা আ’রাফি ইন্দোনেশিয়ার চিন্তাবিদ এবং কোম হাওযা ইলমিয়ার পুনঃপ্রতিষ্ঠার শতবার্ষিকী সম্মেলনের অতিথিদের সঙ্গে সাক্ষাতে হাওযার ইতিহাস ও বিস্তৃতি সম্পর্কে বলেন: আজ বিশ্বের শতাধিক দেশে আল্লাহর জ্ঞান অনুসন্ধানে আগ্রহী যুবকেরা ক্বোম হাওযা ইলমিয়ায় শিক্ষালাভ করে নিজেদের দেশে ইসলামী ও মানবিক বিজ্ঞান চর্চার কেন্দ্র গড়ে তুলেছে।

তিনি আরও বলেন: ইসলামী বিপ্লবের পর, ইসলামী জ্ঞানের সব দ্বার নারীদের জন্য উন্মুক্ত করা হয় এবং আজ যেমন পুরুষদের জন্য ইসলামী শিক্ষা কেন্দ্র আছে, তেমনি নারীদের জন্যও বহু কেন্দ্র ও বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। হাওযা ইলমিয়া খওয়াহেরান (নারীদের হাওযা) আজ ইসলামী, মানবিক ও নৈতিক জ্ঞানের এক বিশাল কেন্দ্রে পরিণত হয়েছে।

আয়াতুল্লাহ আ’রাফি উল্লেখ করেন: বর্তমানে প্রায় ৫০০টি নারীদের হাওযা ইলমিয়া কোম ও ইরানের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে। এমনকি বিদেশেও এসব কেন্দ্র স্থাপিত হয়েছে, যা ক্বোম হাওযা ইলমিয়ার প্রভাব।

তিনি জোর দিয়ে বলেন: কোম হাওযা ইলমিয়ার আন্তর্জাতিক বিস্তৃতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই হাওযা ইসলামী জ্ঞানের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন দেশে এর প্রভাব বিদ্যমান।

তিনি আরও বলেন: কোমের চিন্তাশীল ঐতিহ্যের একটি দিক হলো জনসাধারণের ওপর নির্ভরতা ও ঘনিষ্ঠ সম্পর্ক। হাওযা ইলমিয়া কখনোই জনগণের সহযোগিতা ছাড়া গঠিত হতো না। জনগণ সব সময় হাওযা ও ধর্মীয় জ্ঞানের প্রতিষ্ঠানের প্রধান সহায়ক ছিল এবং থাকবে। ইমাম খোমেইনি এই মহান শক্তির ওপর নির্ভর করেই ইসলামী বিপ্লবকে এগিয়ে নিয়ে যান। তাই আমাদের পরিচয় ও স্বকীয়তা জনগণের সঙ্গে সম্পর্কের মাধ্যমে গঠিত হয়েছে।

আয়াতুল্লাহ আ’রাফি আরও বলেন: কোম হাওযা ইলমিয়ার পুনঃপ্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলন কয়েক বছর আগে শুরু হয়েছিল, তবে কার্যকারিতা ও ফলাফল সম্পূর্ণ করতে সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান এ বছর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha