মঙ্গলবার ১৩ মে ২০২৫ - ১২:৩১
পবিত্র নাজাফ শহরে হযরত আয়াতুল্লাহ আল উজমা জাওয়াদি আমলীর হযরত আয়াতুল্লাহ আল উজমা সিস্তানীর সঙ্গে সাক্ষাৎ

হযরত আয়াতুল্লাহ আল উজমা জাওয়াদি আমলী পবিত্র নাজাফ শহরে হযরত আয়াতুল্লাহ আল উজমা সিস্তানীর বাসভবনে উপস্থিত হয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সোমবার সকালে হযরত আয়াতুল্লাহ আল উজমা জাওয়াদি আমলী, পবিত্র নাজাফে হযরত আয়াতুল্লাহ আল উজমা সিস্তানীর বাসভবনে গমন করেন এবং তাঁর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ও আলোচনা করেন।

এই সাক্ষাতে, হযরত আয়াতুল্লাহ আল উজমা জাওয়াদি আমলী তাঁর বিখ্যাত ৮০ খণ্ডের বিশাল তাফসির গ্রন্থ "তাসনিম"-এর একটি পূর্ণ সেট হযরত সিস্তানীর খিদমতে উপহার দেন এবং এর ৮০তম খণ্ডটি নিজ হাতে তুলে দেন।

হযরত আয়াতুল্লাহ আল উজমা সিস্তানী এ সাক্ষাতে জাওয়াদি আমলীর উপস্থিতিতে আনন্দ প্রকাশ করে বলেন: তাফসির তাসনিম হচ্ছে শিয়াদের জন্য এক গর্বের বিষয়। আপনি ৪০ বছর ধরে কুরআনের খেদমতে নিয়োজিত ছিলেন এবং যে পরিশ্রম করেছেন তা শিয়াদের জন্য সম্মানের নিদর্শন।

তিনি আরও বলেন: মূল কেন্দ্রবিন্দু হল পবিত্র কুরআন; আহলে বাইত (আ.)-এর রেওয়ায়েতসমূহ কুরআনের আলোকে যাচাই করা উচিত এবং কেবল সেই রেওয়ায়েতগুলোই গ্রহণযোগ্য ও কার্যকর, যা কুরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি জোর দিয়ে বলেন: আমাদের দৃষ্টিতে কুমের হাওজাহ এবং নাজাফের হাওজাহ একই মর্যাদার অধিকারী। আমরা যতটুকু পারি, হাওজাহসমূহের জন্য সর্বাত্মক সহযোগিতা করব।

এছাড়াও, তিনি আনন্দের সাথে বলেন: আপনার প্রশংসা ও জ্ঞানভিত্তিক কর্মের কথা বহুবার শুনেছি, কিন্তু শুনা আর দেখার মধ্যে পার্থক্য তো আছেই!

হযরত আয়াতুল্লাহ জাওয়াদি আমলীও হযরত সিস্তানীর অসাধারণ ব্যক্তিত্বের প্রশংসা করে বলেন: আপনার মতো মহান ব্যক্তিত্বের অস্তিত্ব হাওজাহসমূহ ও সমগ্র ইসলামি সমাজের জন্য এক বিরাট নিয়ামত। আপনি শিয়া ও ইরাকের জনগণের জন্য এক দয়ালু ও হিতৈষী পিতার মতো। ইনশাআল্লাহ, আপনার ছায়া দীর্ঘস্থায়ী হোক।

তিনি আরও বলেন: ইরাকে মারজিয়াতের (ধর্মীয় নেতৃত্বের) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাজাফের হাওজা-প্রত্যক্ষ বা পরোক্ষভাবে-ইসলামী বিশ্বের জন্য অসংখ্য কল্যাণের উৎস। বিশেষ করে, সমাজকে রক্ষা করা এবং দায়েশ (আইএস)-এর মতো তাকফিরি গোষ্ঠীর মোকাবিলায় আপনার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

শেষে, হযরত জাওয়াদি আমলী দেশ-বিদেশে হাওজাহসমূহে হযরত সিস্তানীর মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হাওজাহসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha