হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ জাওয়াদী আমুলী একটি লিখিত বক্তব্যে মতবাদ ও দর্শনের বিভিন্ন শাখা-প্রশাখা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেন,
“ইবনুস সাক্কিত ইমাম রেজা (আ.)-কে জিজ্ঞেস করেন,
‘হে রাসূলের বংশধর! আজ অসংখ্য মতবাদ, ফেরকা, গোষ্ঠী, জাতিগত পরিচয় ও ধর্মীয় সম্প্রদায়ের অস্তিত্ব রয়েছে। এতসব বিভ্রান্তিকর পথের মধ্যে কোনটি সঠিক?’
ইমাম রেজা (আ.) জবাবে বলেন,
'এক্ষেত্রে প্রথম ও প্রধান নির্দেশক হলো— ‘আকল' (বুদ্ধি)। যুক্তি-প্রমাণ, প্রজ্ঞা ও জ্ঞানই এক্ষেত্রে চূড়ান্ত সত্যের মাপকাঠি।'
দারসে আখলাক তথা নৈতিকতা বিষয়ক পাঠ, ১২/০৬/ ১৩৯৪ (ফার্সি বর্ষ)
আপনার কমেন্ট