হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ জাওয়াদি আমুলী হযরত আলী (আ.)-এর একটি বর্ণনা উল্লেখ করে মৃত্যু ও প্রস্তুতি সম্পর্কে বলেছেন, ‘হযরত আমিরুল মুমিনীন (আ.) প্রতি রাত্রে ইশার নামাজের পর উচ্চস্বরে মুসল্লিদের উদ্দেশে বলতেন,
تجهّزوا رحمکم اللّه
“হে আল্লাহর বান্দাগণ! তোমরা যাত্রার প্রস্তুতি নাও, পাথেয় সংগ্রহ করো, কারণ যাত্রা খুবই নিকটবর্তী।” [নাহজুল বালাগা, খুতবা- ২০৪]
মৃত্যুর স্মরণ, পরকালীন প্রস্তুতি গ্রহণ এবং সর্বদা ইস্তেগফার করা কুরআনের সুপারিশ ও নির্দেশনার অন্তর্ভুক্ত:
فَأَنَّیٰ لَهُمْ إِذَا جَاءَتْهُمْ ذِکْرَاهُمْ، فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِکَ وَلِلْمُؤْمِنِینَ وَالْمُؤْمِنَاتِ ۗ وَاللَّهُ یَعْلَمُ مُتَقَلَّبَکُمْ وَمَثْوَاکُمْ
অতএব, যখন তাদের কাছে মৃত্যু আসবে, তখন তারা কীভাবে (প্রস্তুতি নেবে)? সুতরাং জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, আর মুমিন পুরুষ ও নারীদের জন্যও। আল্লাহই জানেন তোমাদের গতিবিধি ও অবস্থান।
[সূরা মুহাম্মদ, আয়াত ১৮-১৯]
[মাআদ ফিল কুরআন, খণ্ড- ৪, পৃষ্ঠা- ৪৮]
আপনার কমেন্ট