শনিবার ৩১ মে ২০২৫ - ১৯:৩৭
গাজা এখন পৃথিবীর ক্ষুধার্ততম স্থান: জাতিসংঘ

ইসরাইলি অবরোধ এবং আন্তর্জাতিক উপেক্ষার মধ্যে গাজা উপত্যকার মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দফতর (OCHA) জানিয়েছে, গাজা বর্তমানে “পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা” হয়ে উঠেছে।

হাওজা নিউজ এজেন্সি: OCHA-এর মুখপাত্র ইয়েন্স লারকে শুক্রবার জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত জায়গা। এটি একমাত্র ভূখণ্ড, যেখানে পুরো জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।”

তিনি জানান, ইসরাইলের একাধিক বিধিনিষেধ ও সাহায্যপ্রবাহে বাধার কারণে জাতিসংঘের প্রস্তুতকৃত মানবিক সহায়তা কার্যক্রম কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

তিনি বলেন, “আমরা যেটি করতে প্রস্তুত, সেই সাহায্য কার্যক্রমটি এখন একটি রুদ্ধ কৌশলগত খাঁচায় আটকে রয়েছে। এটি শুধু বর্তমানে নয়, সাম্প্রতিক ইতিহাসেও সবচেয়ে বাধাগ্রস্ত ত্রাণ কার্যক্রমগুলোর একটি।”

লারকে আরও বলেন, প্রায় ১০ দিন আগে ইসরাইল আনুমানিক ৯০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলেও, এখন পর্যন্ত ৬০০-এরও কম ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে। এই সীমিত প্রবেশাধিকার “ক্ষুধায় জর্জরিত অঞ্চলে এক ফোঁটা এক ফোঁটা করে খাবার সরবরাহের” সামিল।

ইসরাইলি বাধা ও রাজনৈতিক উদ্দেশ্য
গত ২ মার্চ থেকে ইসরাইল গাজায় মানবিক সহায়তা প্রবেশে পূর্ণ অবরোধ আরোপ করেছে, যা হামাসকে নিজেদের শর্তে যুদ্ধবিরতিতে বাধ্য করার একপ্রকার কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র একটি নতুন সাহায্য পরিকল্পনা প্রস্তাব করেছে, যা বিদ্যমান জাতিসংঘ-সমর্থিত সহায়তা কাঠামোর বিকল্প হিসেবে কাজ করবে। তবে এই পরিকল্পনাটি আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এবং জাতিসংঘের কড়া সমালোচনার মুখে পড়েছে। তাদের মতে, এটি ইসরাইলের যুদ্ধ কৌশলকেই সহায়তা করে।

মানবিকতার নামে সহিংসতা চালানো হচ্ছে: জাতিসংঘ প্রতিনিধি

জাতিসংঘের ফিলিস্তিনি অধিকৃত অঞ্চলবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজ বলেন,

“আমরা (ইসরাইলের) এক নির্মম মানবিক ছদ্মবেশ প্রত্যক্ষ করছি। মানবিকতার রঙে রাঙিয়ে এমনসব ভয়াবহতা চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।”

তিনি বলেন, ইসরাইল যেভাবে মানবিক ত্রাণ বাধাগ্রস্ত করছে, তা ইচ্ছাকৃত এবং আন্তর্জাতিক দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার এক সুপরিকল্পিত পদ্ধতি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha