শনিবার ১৪ জুন ২০২৫ - ২০:০৬
ঈদ-গাদীর উপলক্ষ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির !!

ঈদে গাদীর খুম উপলক্ষ্যে আজ 14-ই জুন, ১৭-ই জিলহজ রণমহল unity childern kg school এ সম্পর্ণ বিণামূল্যে চক্ষু পরীক্ষার ক্যাম্প করা হলো ৷ 

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সকাল ১১-০০টা থেকে বেলা ১-৩০ পর্যন্ত এই ক্যাম্পে উক্ত এলাকার গ্রামবাসী হিন্দু-মুসলিম, শিয়া-সুন্নী নির্বিশেষে সর্বমোট  ২৫-জন ক্যাম্পে অংশগ্রহন করেন ৷ 

ঊক্ত ক্যাম্পটি প্রতি বছর করা হয় মরহুম আব্দুর রসিদ সাহেবের আত্মার শান্তির কামনায় ৷ 
সমগ্র ক্যাম্পটির পরিচালনায়   ছিলেন মারকাজে তালিম ও তরিবিয়াতী ট্রাস্ট্রের সম্পদক জনাব মওলানা সৈয়দ মহম্মাদ মিঞা আবদি সাহেব, সহযোগিতায় আব্দুর রসিদ মার্কেটের কমিটি বৃন্দ ৷ 

আজ যারা চক্ষু পরীক্ষা করিয়েছেন তাদের পাওয়ার যুক্ত চসমা প্রদান করা হবে আগানী 24-শে জুন মঙ্গলবার বিকাল 5-টার সময়৷

আপনার কমেন্ট

You are replying to: .
captcha