হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাদুড়িয়া, ৩রা মুহররম:
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত সৈয়দপুর গ্রামে, প্রতি বছরের মতো এবারও রমযান বিশ্বাসের উদ্যোগে পালিত হলো মাতমের শোকানুষ্ঠান।
রবিবার দুপুরে অনুষ্ঠিত এই শোকানুষ্ঠান ছিল গ্রামে শোক ও আত্মসমর্পণের এক অনন্য সাক্ষ্য।
উল্লেখযোগ্য যে, সৈয়দপুর গ্রামের একমাত্র শিয়া মাযহাব অনুসারী পরিবার হলো রমযান বিশ্বাসের পরিবার। তাঁরা গত ১৮ বছর ধরে ধারাবাহিকভাবে মুহররম মাসের তৃতীয় দিনে এই শোকানুষ্ঠানের আয়োজন করে চলেছেন।
অনুষ্ঠানে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মাওলানা সৈয়দ মাহতাব আলি জায়দি সাহেব, যিনি আহলে বাইতের প্রতি ভালোবাসা, তাঁদের ত্যাগ ও আদর্শের উপর গুরুত্বারোপ করেন।
এরপর দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মাওলানা কাজিম আলি সাহেব, যিনি তাঁর হৃদয়গ্রাহী ভাষণে আহলে বাইতের পথ অনুসরণ ও তাঁদের শিক্ষা সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান।
এই শোকানুষ্ঠান রমযান বিশ্বাসের আস্থাশীলতা ও শৃঙ্খলার মাধ্যমে যেমন একটি ধর্মীয় বার্তা বহন করে, তেমনই এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবেও চিহ্নিত হয়ে উঠেছে।
গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যে আহলে বাইতের মহত্ত্ব এবং ত্যাগের ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্ট: রাজা আলি
আপনার কমেন্ট