হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাদুড়িয়া থানার অন্তর্গত কেওটশাহ গ্রামে অবস্থিত ইমাম বারগায় ৩০ জুন ২০২৫, সোমবার দিন দুপুরে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আযাদারী অনুষ্ঠান, মজলিস, মাতাম ও জুলুসের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মোমিনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় প্রথম বক্তব্য রাখেন জনাব মাওলানা জয়নুল ইসলাম সাহেব, যিনি ধর্মীয় ও সামাজিক দিক থেকে আযাদারীর তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পরবর্তীতে দ্বিতীয় বক্তৃতা প্রদান করেন জনাব মাওলানা হুজ্জাতুল ইসলাম হাসান আলী সাহেব কিবলা। তিনি ইমাম হোসেন (আ.) ও কারবালার মহান ত্যাগের মহিমা তুলে ধরেন এবং উপস্থিত মোমিনদের উদ্দেশ্যে মননস্পর্শী বাণী প্রদান করেন।
অনুষ্ঠানটি মাতাম ও জুলুসের মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে শোকাভিভূত পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানরা কারবালার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আপনার কমেন্ট