রবিবার ২২ জুন ২০২৫ - ১৭:২১
পুতিনের সঙ্গে জরুরি সাক্ষাৎ করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি বৈঠক করতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া সফরে যাচ্ছেন।

হাওজা নিউজ এজেন্সি: রবিবার সকালে ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার তিনি মস্কো সফরে যাবেন।

তিনি বলেন, আগামীকাল রাশিয়ায় গুরুত্বপূর্ণ পরামর্শমূলক বৈঠক করবেন। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি সাক্ষাতও তার এই সফরের পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে আরাকচির এই মস্কো সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha