রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ - ১৫:৪৭
ইরান সেনাবাহিনীর কৌশল সম্প্রতি পর্যালোচনা করা হয়েছে: শীর্ষ কমান্ডার

ইরান সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয় উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি জানিয়েছেন, স্থল, নৌ ও আকাশপথে বাহিনীর সামগ্রিক সক্ষমতা বাড়াতে সম্প্রতি সেনাবাহিনীর কৌশলে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: রোববার স্থানীয় ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নৌ, স্থল ও বিমান বাহিনীর যুদ্ধক্ষমতা নিয়ে সেনাবাহিনীর জেনারেল স্টাফের মূল্যায়ন একটি ধারাবাহিক ও স্থায়ী প্রক্রিয়া।

অ্যাডমিরাল সাইয়ারির ভাষায়, এসব মূল্যায়নের সময় শীর্ষ কমান্ডাররা সেনাসদস্যদের দক্ষতা, অস্ত্র ও সরঞ্জামের প্রস্তুতি, শত্রু সঠিকভাবে শনাক্ত করার জন্য উপযুক্ত কৌশল ও পদ্ধতি, পাশাপাশি গোয়েন্দা তথ্যসহ সব গুরুত্বপূর্ণ বিষয় গভীরভাবে বিবেচনা করেন।

তিনি জানান, সর্বশেষ মূল্যায়নে সেনাসদস্যদের মধ্যে উচ্চ মনোবল পরিলক্ষিত হয়েছে। একই সঙ্গে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সরঞ্জামগুলো সন্তোষজনক অবস্থায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অ্যাডমিরাল সাইয়ারি আরও বলেন, স্থল, আকাশ ও সমুদ্রপথে বাহিনীগুলোর পরিচালনাগত অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষার ভিত্তিতে সেনাবাহিনীর কৌশলে প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদ করা হয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha