রবিবার ২৯ জুন ২০২৫ - ২০:৩৯
ইমাম হুসাইন (আ.) আল্লাহর নামকে উজ্জীবিত রাখতে সর্বস্ব বিসর্জন দিয়েছেন

আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি (দা.মা) বলেছেন, সাইয়্যেদুশ্ শুহাদা, ইমাম হুসাইন ইবনে আলী (আ.) যা কিছু ছিল, সবকিছুই আল্লাহর পবিত্র নামকে জীবিত ও জাগ্রত রাখার উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে বিসর্জন দিয়েছেন। আর আল্লাহ তাআলাও সমগ্র বিশ্বজগতকে তাঁর (আ.) আন্দোলনের প্রভাব ও প্রেরণাকে চিরন্তন করে রাখার জন্য কাজে লাগিয়েছেন। এখান থেকেই স্পষ্ট হয়ে ওঠে—ইমাম হুসাইন (আ.)-এর কিয়ামের প্রকৃত প্রভাব কত গভীর ও ব্যাপক।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি (দা.মা) এক লিখিত নিবন্ধে বলেছেন, স্বয়ং আল্লাহ তাআলা ইমাম হুসাইন (আ.)-এর জন্য সর্বপ্রথম শোকের আয়োজন করেছেন। তাঁর শোকের ইতিহাসের সূচনা হয় আল্লাহর পক্ষ থেকেই। তিনি আসমানসমূহে, দিগন্তে এবং সমগ্র সৃষ্টিজগতেই ইমাম হুসাইন (আ.)-এর জন্য শোকের পরিবেশ সৃষ্টি করেছেন। সুতরাং, ইমাম হুসাইন (আ.)-এর শোকমাত্র কয়েকটি হুসাইনিয়া বা শহরের মধ্যে সীমাবদ্ধ নয়।

এই বিষয় থেকে একটি গভীর ও গুরুত্বপূর্ণ বাস্তবতা উদঘাটিত হয়—তা হলো, যেহেতু ইমাম হুসাইন (আ.) আল্লাহর নামকে জীবিত রাখার জন্য নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করে দিয়েছেন, তাই আল্লাহ তাআলাও গোটা সৃষ্টিজগৎকে তাঁর এই কিয়ামের প্রভাব ও বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য নিয়োজিত করেছেন।

এভাবেই ইমাম হুসাইন (আ.)-এর কিয়াম যে কেবল এক ঐতিহাসিক ঘটনা নয়, বরং তা একটি চিরন্তন ও সর্বজাগতিক প্রভাবসম্পন্ন ইলাহী আন্দোলন—তা প্রমাণিত হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha