হাওযা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, তুরস্কের আহলুল বাইত আলেমদের সংগঠন (আহলাদার) এক বিবৃতিতে বলেন:
আমরা সারা বিশ্বের ঈমানদার ও সাহসী মুসলমানরা আমেরিকার প্রেসিডেন্ট ও ইসরাইলি সরকারের হুমকি ও ধৃষ্টতাকে কোনোভাবে মেনে নেব না এবং সর্বশক্তি দিয়ে ওলামায়ে ইসলামের মর্যাদা রক্ষা করবো ও ইসলামের শত্রুদের অনুশোচনায় ফেলবো।
বিবৃতির পূর্ণ পাঠ নিম্নরূপ:
বিসমিল্লাহি ক্বাসিমিল জাব্বারিন
সম্পূর্ণ কুফর বনাম সম্পূর্ণ ঈমান!
ইতিহাস জুড়েই — হযরত আদম (আ.) থেকে আজ পর্যন্ত — হক ও বাতিলের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে।
আজও তেমনি সম্পূর্ণ কুফর, সম্পূর্ণ ঈমানের বিপরীতে সারিবদ্ধ হয়ে অবস্থান নিয়েছে এবং এই সংগ্রাম পূর্ণ তীব্রতায় চলছে।
শয়তানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রসহ ঔদ্ধত্যপূর্ণ সাম্রাজ্যবাদী ফ্রন্ট আধুনিক অস্ত্র ও মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে মুসলিমবিশ্বসহ অন্যান্য দেশগুলোকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করতে চায় এবং তাদের দাসে পরিণত করতে চায়।
গাজা, লেবানন, ইয়েমেন ও ইরানে সংগ্রাম অব্যাহত থাকা অবস্থায়, ইসলামের পবিত্রতা ও মুসলমানদের বিরুদ্ধে অবমাননা, আক্রমণ ও হুমকিও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
তার সর্বশেষ উদাহরণ হলো মুসলিম বিশ্বের নেতৃত্বদানকারী ইসলামী বিপ্লবের মহান নেতা ও প্রতিরোধ ফ্রন্টের হিম্মতের প্রতীক আয়াতুল্লাহুল উজমা ইমাম খামেনেয়ী (দা.য.)-এর বিরুদ্ধে পাশবিক ও ধৃষ্টতাপূর্ণ হুমকি, যা অপরাধী আমেরিকার ভ্রান্ত ও ঔদ্ধত্যপূর্ণ প্রেসিডেন্ট এবং ইহুদি রাষ্ট্রের নেতারা দিয়েছে।
আমরা তুরস্কের আহলুল বাইত আলেমরা এই ধৃষ্টতা ও হুমকিকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং বিশ্বের সব মুসলমান ও মজলুমদের তাদের মূল্যবোধ, পবিত্রতা, সম্মান ও মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।
ইসলাম, কুরআন, নবী (সা.), সমস্ত পবিত্র বিষয় এবং আমাদের নেতৃত্ব আমাদের রক্তসীমা — এগুলোর ওপর আক্রমণ মানেই সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ।
সারা বিশ্বের গৌরবান্বিত ও ঈমানদার মুসলমানরা কখনো এই হুমকি ও ধৃষ্টতাকে নীরবতায় মেনে নেবে না, বরং তারা পূর্ণ শক্তি ও ঈমানের সাথে নিজেদের পবিত্রতা এবং ওলামায়ে ইসলামের মর্যাদা রক্ষা করবে ও ইসলামের শত্রুদের অনুতপ্ত করবে, ইনশাআল্লাহ।
ওয়াস সালামু আলা মানিত্বাবা’আল হুদা
তুরস্কের আহলুল বাইত আলেমদের সংগঠন (আহলাদার)
১ জুলাই ২০২৫, ইস্তানবুল
আপনার কমেন্ট