হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) একটি আলোকোজ্জ্বল হাদীসে আল্লাহর পথে এবং সাইয়্যেদুশ্ শুহাদা ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারতের উদ্দেশ্যে দান-খয়রাতের বিপুল সাওয়াবের কথা বর্ণনা করেছেন।
তিনি (আ.) বলেন,
مَن أنفَقَ دِرهَمًا فی سَبیلِ اللّٰهِ وَ لِزِیارَةِ قَبرِ الحُسَینِ (علیهالسلام)، کَتَبَ اللّٰهُ لَهُ بِکُلِّ دِرهَمٍ مِائةَ حَسَنَةٍ، وَ حُطَّت عَنهُ مِائةُ سَیِّئَةٍ، وَ رُفِعَ لَهُ بِکُلِّ دِرهَمٍ دَرَجَةً فی الجَنَّةِ
যে ব্যক্তি আল্লাহর পথে এবং হুসাইন (আ.)-এর কবর জিয়ারতের জন্য একটি দিরহাম ব্যয় করে, আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি দিরহামের বিনিময়ে ১০০টি নেকি লিখেন, ১০০টি গুনাহ মাফ করে দেন এবং জান্নাতে তার মর্যাদা এক স্তর করে উন্নীত করেন।
[কামিলুয জিয়ারাত, পৃষ্ঠা ১১২]
এই হাদীস প্রমাণ করে যে, ইমাম হুসাইন (আ.)-এর প্রতি ভালোবাসা শুধু হৃদয়ের অনুভূতি নয়, বরং তা বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পেলে তা জান্নাতের সোপান হয়ে দাঁড়ায়।
আপনার কমেন্ট