বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ - ১৪:২৫
ইমাম ও খলিফা নিযুক্তি আল্লাহর কাজ: মাওলানা জয়নুল সর্দার

এক ধর্মীয় মজলিসে আলোচনার সময় মাওলানা জয়নুল সর্দার বলেছেন, ইমাম ও খলিফা নিযুক্তি মানুষের কাজ নয়, এটি একমাত্র আল্লাহ তাআলার নির্ধারিত ব্যাপার।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, এক ধর্মীয় মজলিসে আলোচনার সময় মাওলানা জয়নুল সর্দার বলেছেন, ইমাম ও খলিফা নিযুক্তি মানুষের কাজ নয়, এটি একমাত্র আল্লাহ তাআলার নির্ধারিত ব্যাপার।
তিনি আরো বলেন, যারা মনে করেন জনগণের মতামত বা রাজনৈতিক পদ্ধতিতে একজন খলিফা নির্বাচন করা সম্ভব, তারা আল্লাহর নির্দেশিত পদ্ধতি থেকে বিচ্যুত।

মাওলানা জয়নুল সর্দার ব্যাখ্যা করেন, ইসলামের ইতিহাস ও কুরআন-হাদীসের আলোকে স্পষ্ট যে নেতৃত্ব ও ইমামত এমন একটি মহান দায়িত্ব, যা সরাসরি ওহির নির্দেশ ও আল্লাহর ইচ্ছার ভিত্তিতে নির্ধারিত হয়।

তিনি বলেন, আল্লাহ যাকে চান, তাকেই এই মহান দায়িত্বের উপযুক্ত মনে করে মনোনীত করেন। যেমন নবীদের নির্বাচন হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ঠিক তেমনি ইমামত বা খিলাফতের বিষয়েও আল্লাহর নির্দেশই চূড়ান্ত।

তার এই বক্তব্য শ্রোতাদের মধ্যে গভীর চিন্তা ও উপলব্ধির সৃষ্টি করে। উপস্থিত মুসল্লিরা একমত পোষণ করেন যে ইসলামি নেতৃত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আজকের দিনে অত্যন্ত প্রয়োজন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha