হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
12/07/2025.
দক্ষিণ ২৪-পরগনা জেলার ঢোলাহাট অন্তর্গত হাচকী গ্রামে আজ বাদ মাগীরব মরহুম জনাব মৈজুদ্দিন লস্কর সাহেবের শাহাদাত দিবস স্মরণ আজ একটি শোকানুষ্টানের আয়োজন করেন তার পরিবার ৷
বিগত ৫-বছর পূর্বে ২০২০ সালে ১২-ই জুলাই এমন একদিনে শাহাদত বরণ করেন৷
উক্ত শোকানুষ্টানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব, জনাব মওলানা গোলাম সারওয়ার সাহেব ও আমি মুস্তাক আহমদ৷
শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন ঢোলাহাটের আশে পাশের বিভিন্ন গ্রামের কয়েক'শ নর-নারী৷
পরিশেষে উপস্থিত নর-নারী মরহুম জনাব মৈজুদ্দিন লস্কর সাহেবের আত্মার শান্তির কামনায় দোয়া পেশ করা হয়৷
আপনার কমেন্ট