রবিবার ১৩ জুলাই ২০২৫ - ১১:৪৮
ইমাম হুসাইন (আ.) এর শাহাদতের দসমা উপলক্ষে শোক সভা

ইমাম হুসাইন আলইহিস সালাম ও তাঁর ৭১জন সাথীর কারবালার মরু প্রান্তরে করুণ ও মর্মান্তিক শাহাদাত এর দশমা উপলক্ষে আগামী ২০ মহররম ১৪৪৭ ইংরেজী 16 ই জুলাই 2025 বুধবার গোয়ালআটি যায়নাবিয়া  ইমাম বারগাহতে মাতম মজলিশ ও জুলুসের আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

সালামুন আলাইকুম


প্রতি বছরের ন্যায় এ বছরও ইমাম হুসাইন আলইহিস সালাম ও তাঁর ৭১জন সাথীর কারবালার মরু প্রান্তরে করুণ ও মর্মান্তিক শাহাদাত এর দশমা উপলক্ষে আগামী ২০ মহররম ১৪৪৭ ইংরেজী 16 ই জুলাই 2025 বুধবার গোয়ালআটি যায়নাবিয়া  ইমাম বারগাহতে মাতম মজলিশ ও জুলুসের আয়োজন করা হয়েছে। উক্ত শোক অনুষ্ঠানে আপনাদের অংশ গ্রহণ করার জন্য একান্ত কামনা করি। উক্ত শোক অনুষ্ঠানে পশ্চিম বঙ্গের  প্রায় ৮০০০-১০০০০ আযাদার  উপস্থিত থাকবেন ।
উক্ত শোক অনুষ্ঠান তিলাওয়াতে কুরআন দিয়ে শুরু হবে।
দুপুর ১ টাই শোক অনুষ্ঠান শুরু হবে।
কুরআন তিলাওয়াত করবেন -

হাফিজে কুরআন কারী আলহাজ্ব মাওলানা মাহির আলী গাজী কুম্মী সাহেব (হাজী সাহেব)।
মার্সিয়া পাঠ করবেন -
মাওলানা রাফসানজানি গাজী সাহেব ( নাজাফি হাউস মুম্বাই পাঠরত)
প্রথম মজলিশ পড়বেন-
মাওলানা গোলাম সরওয়ার নাজাফী সাহেব ( পেশ ইমাম চন্ডিপুর জামে মসজিদ দক্ষিণ ২৪ পরগনা)

দ্বিতীয় মজলিশ পড়বেন -
মাওলানা আবুতালীব গাজী সাহেব
(পেশ ইমাম গোয়ালআটি, ইন চার্জ জাফরি মাদ্রাসা)

শেষ মজলিশ পড়বেন -
মাওলানা সাইয়েদ ফিরোজ হুসাইন জাইদী সাহেব
(প্রতিষ্ঠাতা ৭২ শাহিদানে কারবালা আঞ্জুমান সরণিয়া)

মজলিশ শেষে জুলুস গোয়ালআটি ইমামবাড়ী থেকে আমরুলগাছা কারবালা পর্যন্ত যাবে।
শোক অনুষ্ঠানের নেজামাত করবেন -
মাওলানা হাসান আব্বাস কুম্মী সাহেব।
সর্ব শেষ ইমাম হুসাইন আলইহিস সালাম এর তাবারুকে ব্যবস্থা আছে।

স্থান - গোয়ালআটি যায়নাবিয়া  ইমাম বারগাহ্ 
তারিখ - ১৬ ই জুলাই ২০২৫ বুধবার

আপনার কমেন্ট

You are replying to: .
captcha