রবিবার ১৩ জুলাই ২০২৫ - ১৯:১৮
‘ঘৃণ্য প্রচারণা’: ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তিতে রাজি করানোর অভিযোগ অস্বীকার করল রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সংবাদমাধ্যম Axios-এর একটি প্রতিবেদনকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যাচারভিত্তিক প্রচারণা” হিসেবে আখ্যা দিয়ে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ’ (zero-enrichment) চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: রবিবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “Scoop: Putin Urges Iran to Take Zero Enrichment Nuclear Deal with U.S.” শীর্ষক প্রতিবেদনটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে চালানো এক ধরনের মিডিয়া অপপ্রচার।

Axios তাদের প্রতিবেদনে অজ্ঞাতসূত্রের বরাত দিয়ে দাবি করেছিল যে ভ্লাদিমির পুতিন ইরানকে এমন একটি চুক্তিতে প্রবেশের আহ্বান জানিয়েছেন, যাতে তারা নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ত্যাগ করবে।

বিবৃতিতে মস্কোর দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, “ইরানের পারমাণবিক ইস্যুর যেকোনো সমাধান কেবলমাত্র কূটনৈতিক পথেই অর্জনযোগ্য।”

রাশিয়া জানায়, তারা এখনো এমন একটি সমঝোতা অর্জনের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ, যা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য হবে।

বিবৃতির শেষাংশে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বব্যাপী গণমাধ্যমগুলোকে যথাযথভাবে যাচাই-বাছাই করে তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে বলে, “ভুয়া তথ্য পরিবেশন থেকে বিরত থাকুন এবং শুধুমাত্র নির্ভরযোগ্য সরকারি সূত্রের ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশন করুন।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha