সোমবার ১৪ জুলাই ২০২৫ - ০১:১৫
সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে ৫০ জনের বেশি নিহত ও আহত

মেহের নিউজ ও আল-মায়াদিনের বরাতে জানা গেছে, সিরিয়ার সুইদা প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: স্থানীয় সূত্র জানিয়েছে, সংঘর্ষের পরিধি সুইদা শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। বর্তমানে আল-মাকওয়াস পাড়া ঘিরে পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ। পাশাপাশি, সুইদা-কানাওয়াত ও সুইদা-আতিল সংযোগ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সশস্ত্র গোষ্ঠীগুলো তিনটি ভিন্ন দিক থেকে আস-সৌরা নামক একটি গ্রামে একযোগে হামলা চালিয়েছে, যা সুইদা প্রদেশের প্রবেশপথে অবস্থিত।

এই পরিস্থিতিতে সুইদা প্রদেশের গভর্নর সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha