মাওলানা জয়নুল ইসলাম সরদার, পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার কেওটশাহ গ্রামের পেশ ইমাম।
হাওজা নিউজ এজেন্সি: আসসালামু আলাইকুম, মাওলানা সাহেব। সাম্প্রতিক সময়ে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আপনি কীভাবে দেখছেন এই হুমকিকে?
মাওলানা জয়নুল সরদার: ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আয়াতুল্লাহ খামেনি কোনো সাধারণ রাজনৈতিক নেতা নন, তিনি একটি আদর্শ, একটি প্রতিরোধের প্রতীক, এবং বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর। তাঁকে হত্যার হুমকি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো মুসলিম উম্মাহর সম্মান, নেতৃত্ব ও চেতনার ওপর আঘাত।
হাওজা নিউজ এজেন্সি: আপনি কি মনে করেন, এই হুমকি শুধু ইরানের বিরুদ্ধে?
মাওলানা জয়নুল সরদার: একেবারেই না। এটা আসলে স্বাধীনচেতা মুসলিম নেতৃত্বের বিরুদ্ধে পশ্চিমা আগ্রাসনের ধারাবাহিকতা। যারা ইসলামকে রাজনৈতিক শক্তি হিসেবে দেখাতে চায়, যারা জালিমের মুখে "না" বলতে সাহস করে—এই হুমকি তাদের সবার জন্য। খামেনিকে হুমকি মানে ফিলিস্তিন, ইয়েমেনসহ সমস্ত মজলুম মুসলমানদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা।
হাওজা নিউজ এজেন্সি: আপনি বলছেন, এটি উম্মতের বিরুদ্ধে হুমকি?
মাওলানা জয়নুল সরদার: অবশ্যই। আজ যদি একজন আয়াতুল্লাহ খামেনির মতো সম্মানিত ও নীতিবান নেতৃত্বের ওপর আঘাত আসে, তাহলে কাল আর কেউ নিরাপদ থাকবে না। এই হুমকি উম্মাহর আত্মার ওপর আঘাত। তিনি সেই ব্যক্তি যিনি সাহস করে বলেন, “আমরা আমেরিকার মুখে ঘুষি মারব”। এমন স্পষ্টবাদী নেতৃত্ব আজকের দুনিয়ায় খুবই বিরল।
হাওজা নিউজ এজেন্সি: ইসলামী বিশ্ব কী প্রতিক্রিয়া দেখানো উচিত বলে আপনি মনে করেন?
মাওলানা জয়নুল সরদার: প্রতিক্রিয়া শুধু নিন্দায় সীমাবদ্ধ থাকলে চলবে না। মুসলিম রাষ্ট্রগুলোকে একত্র হয়ে স্পষ্ট বার্তা দিতে হবে যে, আয়াতুল্লাহ খামেনি একা নন, তাঁর পেছনে কোটি কোটি মুসলমান রয়েছে। আলেম সমাজ, তরুণ প্রজন্ম—সবার উচিত প্রতিরোধের কণ্ঠ জোরালো করা। এটি সময়ের দাবি।
হাওজা নিউজ এজেন্সি: আপনি কী মনে করেন, এই হুমকি তাঁর জনপ্রিয়তায় প্রভাব ফেলবে?
মাওলানা জয়নুল সরদার: বরং উল্টো। এই হুমকি তাঁর অবস্থানকে আরও শক্তিশালী করবে। ইতিহাসে আমরা দেখেছি—যাদের মুখ বন্ধ করতে চাওয়া হয়েছে, তাঁরাই আরও উজ্জ্বল হয়ে উঠেছেন। আয়াতুল্লাহ খামেনিও ব্যতিক্রম হবেন না, ইনশাআল্লাহ।
হাওজা নিউজ এজেন্সি: আপনার বলিষ্ঠ বক্তব্য ও দৃষ্টিভঙ্গির জন্য আন্তরিক ধন্যবাদ, মাওলানা সাহেব।
মাওলানা জয়নুল সরদার: আপনাকেও ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে হকপন্থায় অটল রাখুন।
সাক্ষাৎকার গ্রহণ: মজিদুল ইসলাম শাহ
আপনার কমেন্ট