মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ - ১৫:১২
সন্তানকে ইসলামি শিক্ষা দেওয়া কী পিতামাতার ওপর ওয়াজিব?

ইসলামে পিতামাতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সন্তানদের ধর্মীয় বিধিবিধান ও নৈতিক শিক্ষা দেওয়া। আয়াতুল্লাহ খামেনেয়ী এক ফতোয়ায় বলেছেন, এ দায়িত্ব কেবল নৈতিক নয়, বরং শরিয়তের দৃষ্টিতেও তা অপরিহার্য, যার অবহেলা গুনাহ হিসেবে গণ্য হয়।

হাওজা নিউজ এজেন্সি: ইসলামী শিক্ষায় সন্তানদের সঠিকভাবে গড়ে তোলা পিতামাতার অন্যতম মৌলিক দায়িত্ব। কারণ, এ শিক্ষাই সন্তানের বিশ্বাস, চারিত্রিক দৃঢ়তা ও পরিচয় গঠনের ভিত্তি।

আজকের বিশ্বে যেখানে নানা সাংস্কৃতিক আগ্রাসন ও বিভ্রান্তিকর চিন্তাধারার ঢেউ তরুণ প্রজন্মকে বিপথগামী করছে, সেখানে সন্তানদের ধর্মীয় শিক্ষাদানে পিতামাতার ভূমিকা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ প্রেক্ষাপটে একজন ব্যক্তি জানতে চান—
প্রশ্ন: সন্তানদের ধর্মীয় শিক্ষা দেওয়া, ইসলামি বিধান শেখানো ও নৈতিক আচরণে অভ্যস্ত করানো কি পিতামাতার জন্য শরয়ীভাবে ওয়াজিব?

আয়াতুল্লাহ খামেনেয়ীর জবাব (ফতোয়া): সন্তানের ধর্মীয় ও নৈতিক শিক্ষাদান, তাকে ভুল আকিদা ও অনৈতিকতা থেকে রক্ষা করা এবং নিজের ও অন্যের জন্য ক্ষতিকর কাজ থেকে বিরত রাখ—এসবই শিশুর অভিভাবকের উপর শরয়ী দায়িত্ব।
যদি মা সন্তানের হেফাজতের দায়িত্বে থাকেন, তবে তিনিও এই দায়িত্ব পালনে শরয়ী ভাবে বাধ্য।

পিতামাতা যদি এ দায়িত্বে অবহেলা করেন, তবে তা গুনাহ হিসেবে গণ্য হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha