হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ আ’রাফি লেখেন, “জায়োনিস্টদের যুদ্ধাপরাধ ও গণহত্যা আমাদের হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে। ইসলামি ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে আমি এই চিঠি লিখছি।
আগুন ও অনাহারের মাঝে আজ গাজার ভাই-বোনেরা ইসলামি উম্মাহর দিকে তাদের শেষ আশার দৃষ্টি নিবদ্ধ করেছে।
একটি মুসলিম শিশুর ক্ষুধা শুধু চোখে জল এনে দেয় না, বরং তা আখিরাতে আমাদের জন্য ক্ষমার অযোগ্য অপরাধ হয়ে দাঁড়াতে পারে।”
আয়াতুল্লাহ আ’রাফি আরও বলেন, “গাজার এই সংকট শুধু রাজনৈতিক নয়—এটি এক বৃহৎ আধ্যাত্মিক ও নৈতিক পরীক্ষা। এটি নির্ণয় করবে, ইসলামি ঐক্যের দাবিগুলো কতটা বাস্তব এবং আমাদের বিবেক কতটা জাগ্রত।”
তিনি আলিমদের প্রতি আহ্বান জানান—:তারা যেন জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে সরব হন, নির্যাতিতদের আর্তনাদ বিশ্বে তুলে ধরেন, ইসলামি দেশগুলোর সরকারকে চাপ সৃষ্টি করে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করেন।
আয়াতুল্লাহ আ’রাফি ঘোষণা দেন, আন্তর্জাতিক বৈঠক বা সেমিনার আয়োজন করতে ইরানের হাওজায়ে ইলমিয়া প্রস্তুত রয়েছে, যাতে ইসলামি উম্মাহর ইলমি ও আধ্যাত্মিক ঐক্যকে শক্তিশালী করা যায়।
তিনি বলেন, “মারজায়ে তাকলিদ, হাওজায়ে ইলমিয়া, সাহসী ইরানি জনগণ এবং প্রতিরোধ ফ্রন্ট— সকলেই গাজার মাজলুম ও সংগ্রামী মানুষের পাশে রয়েছে এবং সর্বশক্তিতে তাদের সমর্থনে আওয়াজ তুলেছে।”
ইসলামী বিশ্ব সম্পর্কিত আলেম, ধর্মীয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যাঁদের কাছে এই চিঠি প্রেরিত হয়েছে, তাঁদের নামের বাংলা অনুবাদ নিচে দেওয়া হলো:
১. মহামান্য পোপ লিও চতুর্দশ, সম্মানিত নেতা ক্যাথলিক চার্চ
২. আল্লামা ড. শেখ আহমদ আত-তাইয়্যিব, সম্মানিত শেখ আল-আজহার
৩. প্রফেসর ড. আলি এরবাস, সম্মানিত সভাপতি, ধর্ম বিষয়ক দপ্তর, তুরস্ক
৪. শেখ সালেহ বিন আব্দুল্লাহ বিন হামিদ, সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি
৫. প্রফেসর ড. আলি মুহিউদ্দিন কারাদাগি, সম্মানিত সভাপতি, বিশ্ব মুসলিম আলেম ইউনিয়ন
৬. ড. শেখ মুহাম্মদ আল-ঈসা, সম্মানিত সভাপতি, রাবেতা আল-আলম আল-ইসলামী
৭. কিয়াই হাজী মিফতাহুল আখিয়ার, সম্মানিত সভাপতি, ইন্দোনেশিয়া আলেম পরিষদ
৮. কিয়াই হাজী ইয়াহইয়া খলিল তারক, সম্মানিত সভাপতি, নাহদাতুল উলামা, ইন্দোনেশিয়া
৯. প্রফেসর ড. হায়দার নাসির, সম্মানিত সভাপতি, মুহাম্মাদিয়া সংগঠন, ইন্দোনেশিয়া
১০. মাওলানা সাঈদ আরশাদ মাদনী, সম্মানিত সভাপতি, জমিয়ত উলামায়ে হিন্দ
১১. মাওলানা শেখ আবু বকর আহমদ, সম্মানিত মহাসচিব, জমিয়ত উলামায়ে আহলে সুন্নত ওয়াল জামাআত, ভারত
১২. মাওলানা সাঈদ সালমান নদভী, সম্মানিত সভাপতি, জামিয়া ইমাম আহমদ বিন উরফান শহীদ, ভারত
১৩. মাওলানা সাঈদ সা'আদাতুল্লাহ হুসাইনি, সম্মানিত সভাপতি, জামাআতে ইসলামি, ভারত
১৪. মাওলানা ওলিউল্লাহ সাঈদী, সম্মানিত সহ-আমির, জামাআতে ইসলামি, ভারত
১৫. মাওলানা ফজলুর রহমান, সম্মানিত সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই), পাকিস্তান
১৬. মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানী, পাকিস্তানের প্রধান মুফতি
১৭. মাওলানা মুফতি আব্দুর রহিম, সম্মানিত পরিচালক, জামিয়াতুর রশিদ, করাচি
১৮. মাওলানা তাহির আশরাফি, সম্মানিত উপদেষ্টা, পাকিস্তানের প্রধানমন্ত্রী
১৯. মাওলানা রাগিব নঈমী, সম্মানিত চেয়ারম্যান, ইসলামি আদর্শিক কাউন্সিল, পাকিস্তান
২০. মাওলানা সাহিবজাদা হামিদ রেজা, সম্মানিত চেয়ারম্যান, সুন্নি ইত্তেহাদ কাউন্সিল, পাকিস্তান
২১. মাওলানা মুহাম্মদ সরওয়াত ইজাজ কাদরি, সম্মানিত সভাপতি, তেহরিক আহলে সুন্নত, পাকিস্তান
২২. মাওলানা লিয়াকত বালুচ, সম্মানিত সহ-আমির, জামাআতে ইসলামি, পাকিস্তান
২৩. মাওলানা ড. মুহাম্মদ তাহিরুল কাদরি, সম্মানিত সভাপতি, তেহরিক মিনহাজুল কুরআন, লাহোর, পাকিস্তান
২৪. মাওলানা ড. আবুল খায়ের মুহাম্মদ জুবায়ের, সম্মানিত সভাপতি, জমিয়তে উলামায়ে পাকিস্তান ও মিল্লি ইয়াকজাহতি কাউন্সিল
২৫. মাওলানা শেখ মুনীবুর রহমান (দামাত বারাকাতুহুম), সম্মানিত সেক্রেটারি, পাকিস্তানের মাদ্রাসা সংগঠনের ইউনিয়ন
২৬. মাওলানা মুহাম্মদ হানিফ জলন্ধরী, মহাসচিব, ওয়েফাকুল মাদারিসিল আরাবিয়া, পাকিস্তান
আপনার কমেন্ট