রবিবার ২৭ জুলাই ২০২৫ - ১৩:২৪
ভারতের চার শহর ও নেপাল থেকে শিয়া-সুন্নি ভ্রাতৃত্বের মিলন

ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের ২০তম স্মরণ এবং আহলে হারামের শামে আগমনের উপলক্ষে এক অনবদ্য আজাদারির অনুষ্ঠান আয়োজন করা হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের ২০তম স্মরণ এবং আহলে হারামের শামে আগমনের উপলক্ষে এক অনবদ্য আজাদারির অনুষ্ঠান আয়োজন করা হয়। এই পবিত্র অনুষ্ঠানে ভারতের চারটি শহর এবং প্রতিবেশী দেশ নেপাল থেকে আগত শিয়া ও আহলে সুন্নাত মুসলিম ভাইয়েরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভ্রাতৃত্ব, ভালোবাসা ও একতা এই অনুষ্ঠানের মূল বার্তা হয়ে ওঠে।

অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল আহলে সুন্নাত সম্প্রদায়ের ৬ জন কবির আবেগঘন কবিতা পাঠ, যেখানে তাঁরা ইমাম হুসাইন (আ.)-এর জীবন, আত্মত্যাগ ও আদর্শকে কেন্দ্র করে রচিত তাদের হৃদয়ছোঁয়া কবিতা উপস্থাপন করেন।

এছাড়াও, অনুষ্ঠানে মজলিসে বক্তব্য প্রদান করেন হুজ্জাতুল ইসলাম মাওলানা জয়নুল আবেদিন। তিনি ইমাম হুসাইন (আ.)-এর আদর্শ, তাঁর দৃঢ়তা, ইনসাফ এবং ত্যাগের বার্তা তুলে ধরেন। তিনি বলেন, "ইমাম হুসাইন (আ.) কেবল ইতিহাসের ব্যক্তিত্ব নন, তিনি প্রতিটি যুগের জন্য একটি পথনির্দেশক। আজকের যুগে তাঁর উত্তরসূরি হলেন ইমাম খামেনেই (দীর্ঘজীবী হোন), যিনি সত্য ও ন্যায়ের পথে বিশ্ববাসীকে পরিচালিত করছেন।"

এই অনুষ্ঠান নতুন করে প্রমাণ করল যে, ইমাম হুসাইন (আ.)-এর বার্তা শিয়া-সুন্নি ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সকল মানবতার জন্য অনুপ্রেরণার উৎস।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha