বুধবার ৩০ জুলাই ২০২৫ - ১০:৩৭
ঢাকায় অনুষ্ঠিত হলো সাবিহে তাবূত ১৮ বনি হাশেম

মোহাম্মাদিয়া ট্রাস্টের আয়োজনে ঢাকার মিরপুরে আয়োজিত পবিত্র সাবিহে তাবূত ১৮ বনি হাশেম উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলে প্রথম বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা জনাব হাশেম আব্বাস।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াত ও মার্সিয়া পাঠের মাধ্যমে পরিবেশ গামভীর্যপূর্ণ হয়ে ওঠে। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব হাশেম আব্বাস তাঁর বক্তব্যে ইমাম হুসাইন (আ.) ও বনি হাশেমের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “বনি হাশেমের এই শাহাদাত শুধু ইতিহাস নয়, তা আজও ন্যায়, আত্মত্যাগ ও ঈমানের প্রতীক হয়ে আছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ, বিভিন্ন মাদ্রাসার ছাত্র, এবং মোহাম্মাদিয়া ট্রাস্টের নির্বাহী সদস্যরা।

এই মাহফিল ছিল ২৯ জুলাই আয়োজিত একাধিক পর্বের অংশ, যার দ্বিতীয় বক্তা ভারতের প্রখ্যাত বক্তা পারভেজ আব্বাস রিজভী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইয়্যেদ ইকবাল রিজভী, চেয়ারম্যান, মোহাম্মাদিয়া ট্রাস্ট।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha