রবিবার ২৭ জুলাই ২০২৫ - ১১:০৩
ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধির দফতরে মাওলানা হাবীব রেজার ইসালে সওয়াব অনুষ্ঠিত

ইরানের সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধি দফতরে সম্প্রতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাইয়্যেদ হাবীব রেজা হুসাইনি (রহ.)-এর রূহের মাগফিরাত ও ইসালে সওয়াব উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. সাইয়্যেদ আলীজাদেহ মুসাভি, ইরানি মেহমানবৃন্দ এবং কোমে বসবাস ও অধ্যয়নরত বাংলাদেশি আলেম ও শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে মরহুম মাওলানা হাবীব রেজা হুসাইনি’র ইলমি, দাওয়াতি ও সমাজিক অবদান গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করা হয়। তাঁর ইসলাম ও আহলে বাইত (আ.) এর শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা তুলে ধরা হয়। একই সাথে তাঁর ইখলাস, আধ্যাত্মিকতা ও দ্বীনী দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে মরহুমের রূহের মাগফিরাত, জান্নাতে সুউচ্চ মর্যাদা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সবর ও শান্তির দোয়া করা হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha