মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ - ১৯:১৯
ইমাম মাহদির (আ.) আবির্ভাবের জন্য দোয়া কেন জরুরি

ইমাম মাহদি (আ.) স্বয়ং মুস্তাজাবুদ দোয়া—অর্থাৎ যার দোয়া আল্লাহ কবুল করেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম মাহদি (আ.) স্বয়ং মুস্তাজাবুদ দোয়া—অর্থাৎ যার দোয়া আল্লাহ কবুল করেন। তিনি নিষ্পাপ, তাঁর পিতা ও পূর্বপুরুষরাও নিষ্পাপ, এবং তাঁদের দোয়া সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি প্রভাবশালী।
তাহলে প্রশ্ন জাগে—যিনি নিজেই গ্রহণযোগ্য দোয়ার অধিকারী, তাঁর ফারাজ (মুক্তি ও আবির্ভাব) এর জন্য মানুষের দোয়া করার প্রয়োজন কেন?

ধর্মীয় আলেমরা বলছেন, এর পেছনে রয়েছে মানুষের আত্মিক ও মানসিক প্রস্তুতির বিষয়টি। যেমন একজন অসুস্থ ব্যক্তিকে অস্ত্রোপচারের আগে মানসিকভাবে দৃঢ় হতে হয়—ঠিক তেমনি সমাজেও বড় পরিবর্তনের জন্য আগে থেকেই প্রস্তুতি প্রয়োজন। শুধু অলৌকিকভাবে (মোজেজা) সব সমস্যা দূর হয়ে যাবে—এমনটা নয়। বরং ফারাজের দোয়ার মাধ্যমে মানুষ নিজের ভেতর সেই প্রস্তুতি তৈরি করে।

এ ক্ষেত্রে ‘ফারাজ’ বলতে বোঝানো হয়েছে—ইমাম মাহদির (আ.) আবির্ভাব এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য পথ সুগম হওয়া। এ দোয়া মানুষের অন্তরে পরিবর্তন আনে, চরিত্রকে শুদ্ধ করে, সমাজকে ন্যায়ের পথে এগিয়ে দেয়।

আলেমরা সতর্ক করে বলেন—ইমাম মাহদি (আ.) আসার প্রথম দিন থেকেই সুখ-স্বস্তি শুরু হবে, এমন ধারণা ভুল। বরং তাঁর আগমনের পরই শুরু হবে প্রকৃত কঠিন সময়—যেখানে যুদ্ধ, সংঘাত, জিহাদ এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে হবে। তাই ফারাজের জন্য দোয়া মানে শুধু তাঁর আগমনের কামনা নয়, বরং সেই সময়ের জন্য নিজেকে ও সমাজকে প্রস্তুত করার এক অবিচ্ছেদ্য অংশ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha