বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ - ১০:১৯
শত্রুকে নয়; পাপকে ভয় করো!

মানব জীবনে ভয় একটি প্রকৃত এবং গভীর অনুভূতি। আমরা অনেক সময়ই শত্রুর ভয়ে, বিপদ-আপদের ভয়ে, অর্থের সংকটের ভয়ে বা অজানা ভবিষ্যতের ভয় নিয়ে দুশ্চিন্তায় ভুগি। কিন্তু ইসলামের মহান দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়, প্রকৃত এবং একমাত্র ভয় হওয়া উচিত আমাদের নিজেদের পাপের প্রতি। কেননা পাপই হলো সেই সেতু, যা আমাদের আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়; পাপই হলো সেই অন্ধকার, যা হৃদয়ের আলোর প্রদীপ নিভিয়ে দেয়।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মুমিনীন আলী (আ.) বলেন,

وَ لَا یَخَافَنَّ إِلَّا ذَنْبَهُ.

“সে (মানুষ) শুধু তার নিজের পাপের জন্য ভয় করবে।”

[নাহজুল বালাগা, হিকমত- ৮২]

অর্থাৎ, এখানে ব্যক্তিগত পাপ ছাড়া অন্য কোনো কিছু থেকে ভয় করার কথা বলা হয়নি; শুধুমাত্র পাপের জন্যই ভয় প্রযোজ্য।

এখানে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে, যে কোনো ভয়, দুশ্চিন্তা বা উদ্বেগের মূল কারণ পাপ এবং আল্লাহ থেকে বিচ্ছেদ। সত্যিকার অর্থে, মানুষ যতই শত্রুর ভয় করুক, দুনিয়ার বিপদ-আপদের থেকে ভয় করুক, কিন্তু এসব ভয়ের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হল পাপ, কারণ তা আমাদের অন্তরকে নষ্ট করে দেয়। কেননা আল্লাহর সঙ্গে বান্দার দূরত্বই তার সকল অকল্যাণ ও ভয়ের কারণ।

হৃদয়—মানব জীবনের সত্যিকার সম্পদ
পবিত্র কুরআনে আল্লাহ বলেন:
یَوْمَ لَا یَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِیمٍ
অর্থাৎ, সেই দিন যখন টাকা-পয়সা বা সন্তান কিছুই কাজ দিবে না, তখন শুধুমাত্র সেই মানুষই লাভবান হবে যার হৃদয় পবিত্র, সৎ ও আল্লাহর নৈকট্যের জন্য প্রস্তুত। হৃদয়ই হলো জীবনের প্রকৃত সম্পদ। [সূরা শু‘আরা, আয়াত ৮৮-৮৯]

পাপের হৃদয়ের উপর প্রভাব
ইমাম মুহাম্মাদ বাকির (আ.) বলেন,

مَا شَیْءٌ أَفْسَدَ لِلْقَلْبِ مِنَ اَلْخَطِیئَةِ...

 “হৃদয়কে নষ্ট করার ক্ষেত্রে পাপের চেয়ে কিছুই অধিক দুর্ভাগ্যজনক নয়। হৃদয় যখন পাপের প্রতি আকৃষ্ট হয়, তখন সেটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে সম্পূর্ণভাবে ধ্বংস হয়।”

[আমালি শেখ সাদুক, খণ্ড ১, পৃষ্ঠা ৩৯৭]

পাপ হৃদয়কে বিষাক্ত করে, হৃদয়ের শক্তি ও আলোকিত ভাব ধ্বংস করে দেয়। এমন হৃদয় যা আল্লাহ থেকে বিচ্ছিন্ন, তার কোনো কার্যকারিতা থাকে না, বিশেষত যখন সে শেষদিনের সামনে দাঁড়ায়।

আল্লাহ থেকে বিচ্ছেদের শাস্তি
আমিরুল মুমিনীন আলী (আ.) আল্লাহর কাছে প্রার্থনা করেন,
«رَبّی صَبَرْتُ عَلی عَذابِکَ فَکَیْفَ اَصْبِرُ عَلی فِراقِکَ.»
“হে আমার প্রভু! আমি তোমার শাস্তির বিরুদ্ধে ধৈর্য ধরে আসছি, কিন্তু তোমার থেকে বিচ্ছেদের কষ্টের বিরুদ্ধে আমি কীভাবে ধৈর্য ধরব?”  [দোয়ায়ে কুমাইলের অংশ বিশেষ]

এই প্রার্থনায় প্রকাশ পেয়েছে মানুষের অন্তরের গভীর আকাঙ্ক্ষা, যা আল্লাহর নৈকট্য ও প্রীতি ছাড়া জীবনের কোনো সুখ-শান্তি খুঁজে পায় না। আল্লাহ থেকে বিচ্ছেদ হলো সর্বোচ্চ ব্যথা ও যন্ত্রণা।

প্রকৃত মুমিনের ভয় ও সাহস
একজন প্রকৃত মুমিন কখনো শত্রুর ভয় পায় না, কারণ সে জানে আল্লাহ তার সহায়ক এবং পর্যাপ্ত। দুনিয়ার কষ্ট-দুঃখের ভয়ে সে দমে আসে না, কারণ সবকিছু আল্লাহর ইচ্ছানুযায়ী ঘটে। তাই তার একমাত্র ভয় হলো আল্লাহর প্রতি অবাধ্যতা এবং পাপের মাধ্যমে আল্লাহ থেকে বিচ্ছেদ।

আমাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখা। আমাদের হৃদয়কে পবিত্র ও আলোকিত করতে হবে, যেন শেষদিন আল্লাহর নৈকট্য লাভ করি। অন্যসব ভয় থেকে মুক্ত হয়ে, কেবল নিজেদের পাপ ও তার শাস্তি থেকে ভয় পাই। কারণ পাপই আমাদের একমাত্র প্রকৃত শত্রু।

আল্লাহ আমাদের সকলকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করুন এবং আমাদের হৃদয় পবিত্র ও আলোকিত করুন, আমিন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha