হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেন,
إِنَّ الحُسَیْنَ بْنَ عَلِیٍّ علیهما السلام عِنْدَ رَبِّهِ یَنْظُرُ... وَیَقُولُ: لَوْ یَعْلَمُ زَائِرِی مَا أَعَدَّ اللّهُ لَهُ لَکَانَ فَرَحُهُ أَکْثَرَ مِنْ جَزَعِهِ... وَ إِنَّ زَائِرَهُ لَیَنْقَلِبُ وَمَا عَلَیْهِ مِنْ ذَنْبٍ.
“নিশ্চয়ই, হুসাইন ইবনে আলী (আ.) আল্লাহর সান্নিধ্যে অবস্থান করেন এবং (নিজের জিয়ারতকারীদের প্রতি) দৃষ্টি দেন। তিনি বলেন, ‘আমার জিয়ারতকারী যদি জানতে পারত, আল্লাহ তার জন্য কী পুরস্কার প্রস্তুত রেখেছেন, তবে সে যাত্রার ক্লান্তি ও কষ্টের তুলনায় বহুগুণ বেশি আনন্দিত হতো। নিশ্চয়ই, আমার জিয়ারতকারী যখন ফিরে যায়, তখন সে এমন অবস্থায় ফিরে যায় যে, তার ওপর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না।’”
ইমাম হুসাইনের (আ.) জিয়ারত শুধু একটি আধ্যাত্মিক সফর নয়, বরং তা আত্মশুদ্ধি, গুনাহ মোচন ও আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য পথ।
আপনার কমেন্ট