হাওজাহ নিউজ এজেন্সি: মরহুম আল্লামা মিসবাহ ইয়াজদি এক বক্তৃতায় প্রশ্ন তোলেন, “ইসরায়েলের নেতাদের জন্য কি ইসলাম মানবিক মর্যাদা স্বীকার করে, যারা নিরপরাধ মানুষ হত্যা করে? নাকি তারা বরং হিংস্র জানোয়ারের চেয়েও বেশি নিষ্ঠুর?”
তিনি বলেন, “হ্যাঁ, আল্লাহ মানবকে মর্যাদা দিয়েছেন, যা তিনি নিজে দান করেছেন। কিন্তু অনেক সময় মানুষ নিজেরই হাত দিয়ে সেই মর্যাদাকে নষ্ট করে ফেলে। যারা ভয়ংকর অপরাধ সংঘটন করে, তারা স্রষ্টা প্রদত্ত মর্যাদাকে মলিন করেছে।”
তিনি আরও বলেন, “স্রষ্টা কখনো কখনো তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ দেন—কখনো মৃত্যুদণ্ড, আবার কখনো দগ্ধ করার আদেশ। সমাজে এমন ঘটনা আমরা দেখেছি। তাই বলে সব মানুষের মর্যাদা অটুট থাকে—এমন ধারণা সঠিক নয়। আল্লাহ সবাইকে মর্যাদা দিয়েছেন, কিন্তু অনেকেই তা নিজেরাই নষ্ট করে।”
সূত্র: মরহুম আয়াতুল্লাহ মিসবাহ ইয়াজদি, ১৩৮৮/০৭/২৭ (ইরানি ক্যালেন্ডার) বা ১৮ অক্টোবর, ২০০৯
আপনার কমেন্ট