হাওজা নিউজ এজেন্সি: আজ বুধবার সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও ইসলামি প্রচারনার সমন্বয় পরিষদের চেয়ারম্যান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ হোসেইন মুসাপুর— হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ জাওয়াদ শাহরেস্তানির সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে হুজ্জাতুল ইসলাম শাহরেস্তানি, আরবাঈন হুসাইনি উপলক্ষে সমবেদনা জানিয়ে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে বলেন, ১২ দিনের আরোপিত যুদ্ধে শত্রুরা সর্বশক্তি দিয়ে ব্যবস্থা ও জাতির ওপর চাপ প্রয়োগ করছিল, কিন্তু জনগণ ও দায়িত্বশীলরা তাদের সচেতনতা ও ঐক্যের মাধ্যমে এসব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেন।
তিনি আরও বলেন, গত চল্লিশ বছরে আমরা প্রমাণ করেছি যে আন্তর্জাতিক চাপের মুখেও আমরা টিকে থাকতে পারি, আর আজও সেই একই চেতনা ও মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছি।
সাক্ষাতের শুরুতে, ইসলামি প্রচারনার সমন্বয় পরিষদের চেয়ারম্যান হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হোসেইন মুসাপুর, ইসলামি বিপ্লব রক্ষায় ও এর ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের অনন্য ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ইরানের জনগণ কঠিনতম পরিস্থিতিতেও বীরত্বপূর্ণ ইতিহাস সৃষ্টি করেছে, আর আজও তারা সচেতন উপস্থিতির মাধ্যমে শত্রুর ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিচ্ছে।
তিনি বলেন, ইসলামি প্রচারনার সমন্বয় পরিষদ সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ইসলামি বিপ্লবের গঠনমূলক বক্তব্যকে জোরদার করছে এবং শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবিলা করছে।
আলোচনার শেষ পর্যায়ে, উভয় পক্ষই বিপ্লবী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এসময় হুজ্জাতুল ইসলাম শাহরেস্তানি মুআসসেসেয়ে আলে আল-বাইত (আ.)-এর কার্যক্রমের কথা উল্লেখ করে জানান, এই প্রতিষ্ঠান ইসলামি প্রচারনার সমন্বয় পরিষদের সাথে আরও বিস্তৃত সহযোগিতার জন্য প্রস্তুত।
আপনার কমেন্ট