হাওজা নিউজ এজেন্সি: বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে আয়োজিত হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।
ধর্ম উপদেষ্টা জানান, উড়োজাহাজ ভাড়া কমানোর উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে। বিমানসহ হজে যুক্ত অন্য কোনো এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা হলে সেখানে হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হবে, যাতে তারা সরাসরি মতামত জানাতে পারেন।
তিনি আরও বলেন, গত হজে কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার এড়িয়ে যাত্রীদের কাছে জর্দা ও তামাক সরবরাহ করেছিল, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব সামগ্রী তাদের সরবরাহ করেছিল সংশ্লিষ্ট এজেন্সি। বাংলাদেশের আইনে জর্দা খাওয়া অপরাধ না হলেও সৌদি আইনে তা মাদক হিসেবে গণ্য হয়। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এছাড়া, গত হজে জেদ্দা বিমানবন্দর দিয়ে ঢাকায় ফেরার পথে এক এজেন্সি মালিক এক হাজির মাধ্যমে ২ কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছিলেন, যা সৌদি কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে।
ধর্ম উপদেষ্টা হাবসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সুনাম রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই মর্যাদা ক্ষুণ্ন করা যাবে না।
অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আপনার কমেন্ট