শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ - ০৭:৩৬
ইমাম হুসাইনের (আ.) চেহেলুম উপলক্ষে কারবালা মারকাযি ইমামবাড়ায় মজলিস অনুষ্ঠিত | ছবি

ঢাকা মিরপুরের কারবালা মারকাযি ইমামবারগাহে চেহেলুম উপলক্ষে এক বিশেষ মজলিস অনুষ্ঠিত হয়, যেখানে মূল বয়ান দেন ভারতের প্রখ্যাত আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা শামস রাজা। বক্তৃতায় তিনি মাওলা আলী (আ.)-এর অতুলনীয় শক্তি, অসীম সাহস এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের দিকগুলো তুলে ধরেন এবং বলেন, তাঁর জীবনী মুসলমানদের জন্য ইমান, ইবাদত, ত্যাগ ও সাহসের শিক্ষা হিসেবে যুগে যুগে প্রাসঙ্গিক। অনুষ্ঠানে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha