মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ - ১২:১১
মুমিনের জন্য মানুষের প্রশংসা বা নিন্দা সমান গুরুত্বহীন

ইমাম জাফর সাদিক (আ.) এক মূল্যবান হাদীসে প্রকৃত ইখলাস বা খাঁটি আন্তরিকতার মর্যাদা ব্যাখ্যা করেছেন। তিনি ইঙ্গিত করেছেন যে, আল্লাহর পথে সত্যিকারের ইখলাস তখনই অর্জিত হয়, যখন মানুষের প্রশংসা কিংবা নিন্দা কারো কাছে সমান হয়ে যায় এবং সে কেবল আল্লাহর সন্তুষ্টিকেই লক্ষ্য করে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেন,

لایَصیرُ العَبدُ خالِصاً لِلّهِ عزّوجَلَّ حتّی یَصیرَ المَدحُ وَ الذَّمُّ عِندَهُ سَواءً

কোনো বান্দা আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলার জন্য প্রকৃত মুখলিস হতে পারে না, যতক্ষণ না মানুষের প্রশংসা ও নিন্দা তার কাছে সমান হয়ে যায়।

[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৩, পৃষ্ঠা ২৯৪]

প্রকৃত মুমিনের দৃষ্টি থাকে কেবল আল্লাহর সন্তুষ্টির দিকে, মানুষের প্রশংসা বা নিন্দার দিকে নয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha