হাওজা নিউজ এজেন্সি’র তথ্যমতে, হামলাকারীরা মসজিদে ঢুকে মুসলিমদের নামাজের সময় গুলি চালায়। কোনো গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার করেনি। তবে এই ধরনের সহিংস ঘটনা উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় নিয়মিত ঘটে থাকে, যেখানে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানির উৎস নিয়ে সংঘর্ষ হয়।
প্রদেশের কমিশনার নাসির মু’আজু জানান, ঘটনার পর আর্মি ও পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আরও হামলা প্রতিরোধ করা যায়। তিনি আরও সতর্ক করেছেন যে, বর্ষাকালে বন্দুকধারীরা প্রায়শই ফসলের ক্ষেতের মধ্যে লুকিয়ে থেকে হামলা চালায়।
এর আগের ঘটনায়, গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় হামলায় ১০০ এর বেশি মানুষ নিহত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেনু প্রদেশে “প্রায় প্রতিদিনের রক্তপাত” বন্ধের আহ্বান জানিয়েছে।
আপনার কমেন্ট