মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ - ০৭:৫৪
হিজবুল্লাহর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা লেবাননের সুন্নি আলেমের, নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাখ্যান

লেবাননের সুন্নি আলেমদের সংগঠন “কৌলুনা ওয়া আল-আমাল”-এর প্রধান শেখ আহমদ আল-কাত্তান প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বলেছেন, “লেবানন, জনগণ ও পবিত্র স্থান রক্ষাকারী অস্ত্র কখনোই সমর্পণ করা যাবে না।”

হাওজা নিউজ এজেন্সি: সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি লেবানন সরকারের সমালোচনা করে বলেন, ইসরায়েলি এক বন্দিকে বিনিময়হীনভাবে হস্তান্তর করা হয়েছে, অথচ ইসরায়েলের কারাগারে আটক লেবাননি নাগরিকদের মুক্তির ব্যবস্থা করা হয়নি। “আমাদের মানুষ বন্দি অবস্থায় থাকলেও কীভাবে আমরা বিনা শর্তে এক ইসরায়েলিকে ফেরত দিই?”– প্রশ্ন তোলেন তিনি।

আল-কাত্তান জোর দিয়ে বলেন, ইসলামী শরিয়ত অনুযায়ী প্রতিরক্ষা অস্ত্র ত্যাগ করা হারাম। “এটি ধর্মীয় ফতোয়া—আমাদের শক্তি শত্রুর হাতে তুলে দেওয়া বৈধ নয়। এতে তারা আমাদের ধ্বংস ও দখল করবে,” তিনি সতর্ক করেন। তার মতে, প্রতিদিনের ইসরায়েলি লঙ্ঘনই প্রমাণ করে প্রতিরোধ ক্ষমতা ধরে রাখা জরুরি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রসহ কোনো বিদেশি শক্তি—গ্যারান্টি দিতে পারবে না যে ইসরায়েল আবার লেবাননে আগ্রাসন চালাবে না। তিনি সেনাবাহিনীকে জাতীয় ঐক্য ও নাগরিক শান্তির প্রধান স্তম্ভ আখ্যা দিয়ে আশা প্রকাশ করেন, তারা অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিরপেক্ষ থাকবে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় অটল ভূমিকা পালন করবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha