হাওজা নিউজ এজেন্সি: ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি সোমবার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।
জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ী বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাবে শত্রুকে অনুতপ্ত করবে। আমাদের দেশের বিরুদ্ধে যদি আবারও হামলা হয়, তবে প্রতিক্রিয়া হবে আগের তুলনায় আরও সিদ্ধান্তমূলক ও বেদনাদায়ক।”
তিনি আরও জানান, বৈঠকে মেজর জেনারেল মুসাভি সশস্ত্র বাহিনীর সর্বশেষ অবস্থা, প্রতিরক্ষামূলক প্রস্তুতি, হুমকি মোকাবিলায় কৌশল, এবং ১২ দিনের যুদ্ধকালে ইরানি বাহিনীর অভিযান ও ইসরাইলি শাসনের বিরুদ্ধে পরিচালিত হামলার বিস্তারিত তুলে ধরেন।
গত ১৩ জুন ইসরাইল প্রকাশ্যে এবং বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়। টানা ১২ দিনের ওই যুদ্ধে অন্তত ১,০৬৪ জন ইরানি নিহত হন, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকও ছিলেন।
এ যুদ্ধে যুক্তরাষ্ট্রও সরাসরি হস্তক্ষেপ করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে।
প্রতিশোধে ইরানি সশস্ত্র বাহিনী দখলকৃত ভূখণ্ডে ইসরাইলের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা এবং কাতারের আল-উদেইদ ঘাঁটিতে (যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি) হামলা চালায়।
অবশেষে ২৪ জুন ইরানের সফল প্রতিশোধমূলক অভিযান যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসনের আগ্রাসন থামাতে বাধ্য করে।
আপনার কমেন্ট